Advertisement

পশ্চিমবঙ্গ

Bengal Monsoon Update:উত্তরে বর্ষার বৃষ্টি, দক্ষিণের এই জেলাগুলিতেও সতর্কতা জারি

Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Jun 2022,
  • Updated 5:01 PM IST
  • 1/9

বর্ষা চলে এসেছে রাজ্যে। ইতিমধ্যে উত্তরবঙ্গের ৫ জেলায় বর্ষার বৃষ্টি শুরু হয়েছে।
 

  • 2/9

উত্তরবঙ্গে ভারী বর্ষণ হবে। এরমধ্যে  দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির পরিমাণ বেশি হবে। 

  • 3/9

পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। 
 

  • 4/9

 দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হওয়া এবং বজ্রবিদ্যুৎ-এর পূর্বাভাস রয়েছে।

  • 5/9

 কলকাতার ক্ষেত্রে আগামী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা আকাশ থাকবে, মাঝে মাঝে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বর্জ্য বিদ্যুৎ-এর সম্ভাবনা রয়েছে। 

  • 6/9

কলকাতায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩৬ ও ২৮ ডিগ্রির কাছাকাছি থাকবে।

  • 7/9


প্রসঙ্গত  হাওয়া অফিস জানিয়েছে, এবার  নির্ধারিত সময়েরর আগেই বর্ষার অনুপ্রবেশ ঘটেছে রাজ্যে। আবহাওয়া দফতর জানিয়েছে স্বাভাবিক বর্ষাই হবে এবার দেশে। 

  • 8/9

 কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অস্বস্তিকর গরম আর কাটছে না। 

  • 9/9

রবিবার সকাল থেকেই মেঘলা আকাশ। তার সঙ্গে গুমোট গরম। এই গরমের ধারা বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বিকেলের দিকে হালকা ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তাতে সাময়িক ভাবে তাপমাত্রার পারদ কমবে। কিন্তু পাকাপাকি ভাবে অস্বস্তিকর গরম থেকে মুক্তি মিলবে না। পাশাপাশি আর্দ্রতা জনিত অস্বস্তিও বজায় থাকবে। 
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement