Advertisement

পশ্চিমবঙ্গ

'ডাকাত-অশিক্ষিত-পাগল', মমতাকে আরও যা যা বলেছিলেন 'বিজেপির' মুকুল

সৌমেন কর্মকার
  • 12 Jun 2021,
  • Updated 4:42 PM IST
  • 1/9

মুকুল রায়ের কাছে বিজেপি এখন অতীত। 'ঘর ওয়াপসি' করেছেন তিনি। গতকালই যোগ দিয়েছেন পুরোনো দল তৃণমূল কংগ্রেসে। অথচ এই মুকুল রায় যখন বিজেপি-তে ছিলেন তখন তিনি মমতা বন্দ্যোপাধ্য়ায় ও তৃণমূল কংগ্রেসকে চড়া সুরে আক্রমণ করেছিলেন। 

  • 2/9

২০১৭ সালে তৃণমূল ছেড়ে বিজেপি-তে নাম লেখিয়েছিলেন মুকুল। তারপর একের পর এক সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন। ২০১৮ সালে একটি সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকাতের সঙ্গে তুলনা করেছিলেন তিনি। 

  • 3/9

সেই সভা থেকে মুকুল বলেছিলেন, 'মমতা ব্যানার্জি এখন আমাকে চোর বলছেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি। আমি যদি চোর হই তাহলে আপনি ডাকাতেরও উপরে করেছেন।' সেই সভা থেকেই মুকুল অভিযোগ করেন মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা ব্যানার্জির পরিবার মাত্র ৬ বছরে ১২০০ কোটি টাকার সম্পত্তি করেছে। 

  • 4/9

মমতা বন্দ্যোপাধ্যায়কে 'অশিক্ষিত' বলেও আক্রমণ করেছিলেন মুকুল। একটি সভা থেকে তিনি বলেছিলেন, 'এমন অশিক্ষিত মুখ্যমন্ত্রী আর দেখেছেন? বলে দিলেন গান্ধীজির অনশন ভাঙাতে রবীন্দ্রনাথ জল নিয়ে গিয়েছিলেন। এমন অশিক্ষিত দেখিনি।'

  • 5/9

মমতা বন্দ্যোপাধ্যায়কে 'পাগল'ও বলেছিলেন মুকুল রায়। নন্দীগ্রামের সভা থেকে 'শুভেন্দুর চেয়ে মুকুল ভালো'- মমতার এই মন্তব্য নিয়ে তৎকালীন বিজেপি নেতা মুকুল বলেছিলেন, 'মমতা দেবীর মাথা খারাপ হয়ে গিয়েছে। মমতা দেবীর মাথাটাই খারাপ হয়ে গিয়েছে তাই একেক জায়গায় এক এক রকম কথা বলছেন।'

  • 6/9

গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, ভোটের সময় দলের (তৃণমূলের) বিরুদ্ধে একটিও খারাপ কথা বলেননি মুকুল। কিন্তু, ৩ এপ্রিল মুকুল বলেন, 'আমি প্রতিদিনই দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে নন্দীগ্রামে পরাজিত হবেন।' 

  • 7/9

তৃণমূল কংগ্রেসকে বাংলা থেকে উৎখাত করতেই বিজেপিতে যোগ দিয়েছেন। দাবি করেছিলেন মুকুল। বলেছিলেন, 'বাংলার গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। তাই এই দলটাকে তুলে দিতে হবে। তৃণমূল কংগ্রেস নামক কোনও দল বাংলায় থাকবে না।'

  • 8/9

এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল তৃণমূল কংগ্রেসকে তোলাবাজ, সিন্ডিকেট রাজের দল বলে একাধিক সভা থেকে আক্রমণ করেছিলেন মুকুল। 

  • 9/9

তবে মুকুলের সেই সব মন্তব্য এখন অতীত। তাঁকে স্বাগত জানিয়েছেন খোদ দলনেত্রী। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, 'মমতাকে মুকুল কবে কী বলেছেন সেই সব এখন অতীত। রাজনীতিতে শেষ কথা বলে যে কিছু হয় না, তার প্রমাণ আগেও পাওয়া গিয়েছে। মুকুল রায়ও দিলেন গতকাল। এ আর নতুন কী!'

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement