Advertisement

পশ্চিমবঙ্গ

একে বৃষ্টি, দোসর ভরা কোটাল, মুড়িগঙ্গার বাঁধ উপচে ঢুকছে জল

প্রসেনজিৎ সাহা
  • দক্ষিণ ২৪ পরগনা,
  • 07 Sep 2021,
  • Updated 3:45 PM IST
  • 1/6

নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) জুড়ে দফায় দফায় চলছে বৃষ্টি। তার ওপরে অমাবস্যার ভরা কোটালে প্রবল জলোচ্ছ্বাস।

  • 2/6

যার জেরে গ্রামে ঢুকতে শুরু করেছে জল। সাগরের মুড়িগঙ্গা নদীর (Muri Ganga River) বাঁধ উপচে জল ঢুকছে এলাকায়। 

  • 3/6

আতঙ্কে মুড়িগঙ্গা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মানুষজন। গ্রামবাসীদের আশঙ্কা, রাতে যদি আবারও নদীর জল বাড়ে তাহলে এলাকায় প্লাবন পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

  • 4/6

অন্যদিকে নামখানা, কাকদ্বীপ, পাথরপ্রতিমা, রায়দিঘি, কুলতলি, গোসাবাতে দফায় দফায় চলছে বৃষ্টিপাত। সঙ্গে বইছে ঝোড়ো বাতাস। 

  • 5/6

সঙ্গে অমাবস্যার কোটালের জেরে নদী ও সমুদ্রের জোয়ারের জলও এলাকায় ঢুকতে শুরু করেছে। নামখানার মৌসুনী, কাকদ্বীপের তিলকচন্দ্রপুর এলাকায় হু হু করে জল ঢুকছে।

  • 6/6

আতঙ্কে বাড়ি ছাড়তে শুরু করেছেন বাসিন্দারা। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement