পুজোর ছুটিতে উত্তরবঙ্গ ভ্রমণের পরিকল্পনা নিয়ে অনেকেই হতাশ হয়েছিলেন ট্রেনের বুকিং পাননি বলে। কিন্তু শেষমেশ উত্তরে ছুটি কাটিয়েছেন, ঘুরেছেন উত্তরবঙ্গ রাজ্য পরিবহণ নিগমের (NBSTC) বাসের দৌলতে।
দার্জিলিং থেকে আলিপুরদুয়ার— কলকাতা থেকে উত্তরবঙ্গে ছুটি কাটাতে যেতে চান? শুধু ট্রেন নয়, এখন উত্তরবঙ্গ রাজ্য পরিবহণ নিগমের (NBSTC) স্পেশাল বাসও পৌঁছে দেবে গন্তব্যে।
এ বছর উত্তরবঙ্গে পর্যটকদের আনাগোনা গত বছরের তুলনায় বেশ কিছুটা বেড়েছে। পুজোর প্রায় এক মাস আগে থেকেই উত্তরের অধিকাংশ হোটেল, রিসর্টের বুকিং হয়ে গিয়েছিল। এ বছর পর্যটকদের এই বাড়তি চাপের কথা মাথায় রেখেই বেশ কয়েকটি স্পেশাল বাস চালাচ্ছে NBSTC।
পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে যে, অতিরিক্ত পর্যকটের আনাগোনা আরও সহজ করতে উৎসবের মরসুমে ২৩টি স্পেশাল বাস চালাচ্ছে NBSTC। এর মধ্যে কলকাতা-শিলিগুড়ি সংযোগকারী বাসের টিকিটের চাহিদা বসচেয়ে বেশি।
ওই ২৩টি স্পেশাল বাস চালানো হচ্ছে জলপাইগুড়ি, শিলিগুড়ি, রায়গঞ্জ, মালদহ, বালুরঘাট, আলিপুরদুয়ার, কোচবিহার রুটে। এসপ্ল্যানেড ডিপো থেকে উত্তরবঙ্গের বাস লক্ষ্মীপূজা পর্যন্ত পুরোপুরি বুকিং হয়ে গিয়েছে।
উত্তরবঙ্গের বিভিন্ন গন্তব্যের জন্য এসি, নন-এসি, এসি ভলভো ও রকেট সব বাস অনলাইনের পাশাপাশি কাউন্টারে গিয়েও বুক করা যাচ্ছে। পর্যটন দপ্তরের সঙ্গে যৌথ উদ্যোগে কিংবা NBSTC-র নিজস্ব উদ্যোগে ফের পর্যটনের ছোট প্যাকেজ চালু করেছে।