Advertisement

পশ্চিমবঙ্গ

New Year Weather Forecast: পারদ নামবে ৫ ডিগ্রি পর্যন্ত, বছরশেষেই হাড় কাঁপানো ঠান্ডা?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Dec 2022,
  • Updated 5:26 PM IST
  • 1/10

গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি বেশি। এরসঙ্গেই গত পঞ্চাশ বছরে ডিসেম্বরের উষ্মতম দিনের সাক্ষী হল তিলোত্তমা।
 

  • 2/10

তবে হাওয়া অফিস বছর শেষের আগেই আশার খবর শুনিয়েছে, আবহাওয়া দফতরের পূর্বাভাস,  বৃহস্পতি ও শুক্রবারে তাপমাত্রা ৩  থেকে ৫  ডিগ্রি পর্যন্ত কমতে পারে। 

  • 3/10

কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের রাতের তাপমাত্রা কমে ১৫ ডিগ্রির কাছাকাছি নামবে বলেই পূর্বাভাস রয়েছে।

  • 4/10

আজ রাত থেকেই উত্তুরে হাওয়া বইতে শুরু করবে। আগামী কাল অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবার উত্তুরে হাওয়া বাড়বে। তবে শনিবার থেকে উত্তুরে হাওয়ার প্রভাব ফের কমবে।

  • 5/10


হাওয়া অফিস বলছে,  শনিবার থেকে ফের পারদ ঊর্ধ্বমুখী হবে।  পরবর্তী দু-তিন দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রির মত বাড়বে। ফলে বর্ষশেষ ও বর্ষবরণের দিন শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীতের কোনো সম্ভাবনা নেই। 
 

  • 6/10

নতুন বছরের শুরুতে কলকাতার তাপমাত্রা ১৬ থেকে ১৭ ডিগ্রির মধ্যে থাকবে বলে অনুমান আবহাওয়াবিদদের। তার চেয়ে একটু কমও থাকতে পারে তাপমাত্রা।

  • 7/10

আবহাওয়া দফতর জানিয়েছে, ২৯ ও ৩০  ডিসেম্বর পশ্চিমী ঝঞ্ঝা  ঢুকবে উত্তর পশ্চিম ভারতে। এর ফলে উত্তর পশ্চিমের যে শীতল হাওয়া তা আটকে যাবে। যার জেরেই সামান্য তাপমাত্রা বাড়বে রাজ্যে।

  • 8/10

উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পংসহ পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকলেও বাকি রাজ্যে কোথাও বৃষ্টির কোন সম্ভাবনা নেই আগামী চার-পাঁচ দিন।
 

  • 9/10

রাতের তাপমাত্রা উত্তরবঙ্গের জন্য আগামী ২ দিনে ৩ ডিগ্রির মতো কমবে আবার ৩১ তারিখে পর থেকে ২-৩ ডিগ্রি বেড়ে যাবে তাপমাত্রা। 
 

  • 10/10

৩১ তারিখ থেকে বঙ্গোপসাগরের জলীয় বাষ্প আমাদের রাজ্যে প্রবেশ করবে যার জন্যই বর্ষশেষে  ২-৩  ডিগ্রি তাপমাত্রা বাড়বে। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement