Advertisement

পশ্চিমবঙ্গ

PHOTOS: বিষধর চন্দ্রবোড়া ছোবল থেকে বাঁচলেন কৃষক! না-মেরে তুলে দিলেন বন দফতরের হাতে

প্রসেনজিৎ সাহা
  • 06 Jan 2021,
  • Updated 12:03 AM IST
  • 1/5

 সকালে নিজের বাড়ির বাগানেই চাষের কাজ করছিলেন ক্যানিংয়ের ধর্মতলা গ্রামের বাসিন্দা বিশ্বনাথ মণ্ডল। সেই সময় কানে শব্দ আসছিল তাঁর। এ শব্দ তাঁর চেনা নয়। তাই কথা থেকে শব্দ আসছে তা দেখতে বাগানের পাশের ঝোপ সরাতেই দেখেন বিশালাকার একটি চন্দ্রবোড়া সাপ। 

  • 2/5

বিশ্বনাথ কাছে যেতেই তাঁকে দেখে তেড়ে আসতে থাকে সাপটি। কোনমতে প্রান বাঁচিয়ে নিরাপদ দূরত্বে চলে যান তিনি। 

  • 3/5

কিন্তু এই বিষধর সাপ বাড়িতে থাকলে কোন দুর্ঘটনা ঘটতেই পারে ভেবে সাপটিকে ধরে বন দফতরের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। প্রতিবেশী কয়েকজন যুবককে ডেকে এনে সাপটিকে ধরে ফেলেন বিশ্বনাথ। 
 

  • 4/5

বস্তায় বন্দী করে সেটিকে নিয়ে সটান হাজির হয়ে যান ক্যানিং থানায়। ক্যানিং থানার আই সি আতিবুর রহমান বিষয়টি জানতে পেরে বন দফতরকে খবর দিলে, বনকর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান। 
 

  • 5/5

সাপটির শারীরিক পরীক্ষা পরে তাকে নির্দিষ্ট স্থানে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বনকর্মীরা। সেইসঙ্গে ওই ব্যক্তির উপস্থিত বুদ্ধির প্রশংসাও করেছেন সকলে
 

Advertisement
Advertisement