পড়ে গিয়ে গুরুতর জখম রাজ্যের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মাথায় চোট লেগেছে বলে দেখা যাচ্ছে।
যে ছবি সামনে এসেছে, তাতে তাঁর কপাল ফেটে রক্ত গড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। তিনি চোখ বুজে শুয়ে আছেন।
তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর চিকিৎসা চলছে।
তাঁর চোটের খবরে উদ্বেগ ছড়িয়েছে গোটা রাজ্যে। উদ্বিগ্ন দেশের বিভিন্ন দলের নেতা-মন্ত্রীরাও তাঁর আরোগ্য কামনা করেছেন।
শুভেচ্ছা বার্তা জানিয়েছেন বিরোধীরাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে তাঁর চরম রাজনৈতিক বিরোধী অধীর চৌধুরীরা তাঁর আরোগ্য কামনা করেছেন।
পাশাপাশি তাঁর দলের কর্মী ও ভক্তরাও প্রিয় দিদির এমন আঘাতে মুষড়ে পড়েছেন। অনেকেই তাঁর আরোগ্য কামনা করে পুজো শুরু করেছেন।
এমন ছবি সামনে এসেছে শিলিগুড়িতে। মুখ্যমন্ত্রীর জখম হওয়ার খবর পেয়ে রাতেই যজ্ঞ শুরু করেন স্থানীয় তৃণমূল কর্মীরা।
ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার তৃণমূল নেতা গৌতম গোস্বামীর উদ্যোগে মুখ্য়মন্ত্রীর ছবি সামনে রেখে তাঁর আরোগ্য কামনায় যজ্ঞ করা হয়।
ফুলবাড়ি তৃণমূলের তরফে গৌতমবাবু জানান, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে মাতৃরূপে দেখি। তাঁর অসুস্থতার খবরে আমরা মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করেছি।
শিবের আরাধনার মাধ্যমে তাঁরা মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আয়ু বৃদ্ধির কামনা করেছেন বলে জানান।
ওদিকে দুর্ঘটনায় আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বিশ্বলাক্ষী মন্দিরে পুজো দিলেন অভিনেতা দেব।
মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় নৈহাটি বড়মা কালী মন্দিরে পুজো দিলেন নৈহাটির বিধায়ক তথা ব্যারাকপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকও।