Advertisement

পশ্চিমবঙ্গ

PHOTOS : বাঁকুড়ায় প্রকাণ্ড অজগর উদ্ধার, বনদফতরে দিয়ে এলেন গ্রামবাসীরা

অনিল গিরি
  • বাঁকুড়া,
  • 21 Sep 2021,
  • Updated 9:04 PM IST
  • 1/5

বিশালাকার অজগর (Python) উদ্ধারকে কেন্দ্র করে ছড়াল ব্যাপক চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বড়জোড়া (Bankura Barjora) ব্লকের বেলিয়াতোড় রেঞ্জের মেঠেনা গ্রামে।

  • 2/5

জানা গিয়েছে, মঙ্গলবার প্রথমে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে সাপটি। সঙ্গে তৎপর হন তাঁরা। 

  • 3/5

এরপর স্থানীয়রাই অজগর সাপটিকে উদ্ধার করে বেলিয়াতোড় রেঞ্জে গিয়ে বনদফতরের আধিকারিকদের হাতে দিয়ে আসেন। 

  • 4/5

শারীরিক পরীক্ষার পর সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বনদফতরের অধিকারিকরা। 

  • 5/5

অত্যাধিক বৃষ্টির ফলে সাপটি জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে গিয়েছিল বলে প্রাথমিকভাবে মনে করছেন বনকর্তারা। 
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement