বিশালাকার অজগর (Python) উদ্ধারকে কেন্দ্র করে ছড়াল ব্যাপক চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বড়জোড়া (Bankura Barjora) ব্লকের বেলিয়াতোড় রেঞ্জের মেঠেনা গ্রামে।
জানা গিয়েছে, মঙ্গলবার প্রথমে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে সাপটি। সঙ্গে তৎপর হন তাঁরা।
এরপর স্থানীয়রাই অজগর সাপটিকে উদ্ধার করে বেলিয়াতোড় রেঞ্জে গিয়ে বনদফতরের আধিকারিকদের হাতে দিয়ে আসেন।
শারীরিক পরীক্ষার পর সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বনদফতরের অধিকারিকরা।
অত্যাধিক বৃষ্টির ফলে সাপটি জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে গিয়েছিল বলে প্রাথমিকভাবে মনে করছেন বনকর্তারা।