Advertisement

পশ্চিমবঙ্গ

Rain Alert : আগামী কয়েক ঘণ্টায় ৭ জেলায় বৃষ্টি, আবহাওয়ার পূর্বাভাস

Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Sep 2022,
  • Updated 3:00 PM IST
  • 1/7

নিম্নচাপের (Low Pressure) জেরে দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে, বর্তমানে বাংলার ওপরে সরাসরি কোনও নিম্নচাপ না থাকলেও এখনও ফাঁড়া কাটেনি। 

  • 2/7

ফলে আগামী ৩-৪ দিন বাংলায় বৃষ্টি চলবে। বর্তমানে একটি নিম্নচাপ অবস্থান করছে উত্তর-পশ্চিম মধ্য প্রদেশ ও সংলগ্ন এলাকায়। 

  • 3/7

পাশাপাশি আরও একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, যা বাংলাদেশ হয়ে ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত। তারই প্রভাব পড়ছে বাংলায়। 

  • 4/7

হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ১-২ ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে মালদা, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, নদিয়া, হুগলি, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানে। 

  • 5/7

এক্ষেত্রে মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিচ্ছে আবহাওয়া দফতর। 

আরও পড়ুনএকদিনে ৫০০-র বেশি ডেঙ্গি আক্রান্ত রাজ্যে, জ্বরের ধরন কেমন?

  • 6/7

অন্যদিকে আগামী রবিবার (Sunday) দক্ষিণবঙ্গে নতুন করে ঘূর্ণাবর্ত শুরু হতে পারে বলে পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। 

  • 7/7

হাওয়া অফিস জানাচ্ছে, পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের কাছে উত্তর বঙ্গোপসাগরে আগামী ১৮ সেপ্টেম্বর নাগাদ একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। মঙ্গলবার নাগাদ তা নিম্নচাপে পরিণত  হতে পারে। ফলে আগামী সপ্তাহে ফের বৃষ্টি হতে পারে রাজ্যে। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement