আকাশের মুখভার। কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় মেঘলা আকাশ। কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে ভিজতে চলেছে। উত্তর ও দক্ষিণবঙ্গের কিছু জেলায় আজ বৃষ্টির পূর্বাভাস। কলকাতায় কাল তাপমাত্রা বেশ খানিকটা কম ছিল। আজও তাই থাকতে চলেছে। তবে কি বৃষ্টিতে ভিজবে কলকাতা?
আলিপুর হাওয়া অফিসের খবর অনুযায়ী, শুক্রবার উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং-এ হালকা বৃষ্টি হতে পারে।
পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। ১১ তারিখও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।
তবে ১৫ তারিখের পর ১৬ ও ১৭ তারিখ এই দু'দিন দক্ষিণবঙ্গের জেলাগুলির দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। ১৫ তারিখের পর থেকে তাপমাত্রা অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা আছে।
এর কারণ হল, ঝাড়খণ্ডে দমকা হাওয়া আর ওড়িশাতে ঘূর্ণাবর্ত। যার ফলে ঝাড়খণ্ড এবং ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে।
বৃষ্টির কারণে এই জায়গাগুলিতে তাপমাত্রা একটু কম থাকলেও উল্লেখযোগ্য কোনও পরিবর্তন নেই।
বাকি সব জেলা আগামী কয়েকদিন শুষ্কই থাকছে। কলকাতাতেও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।