Advertisement

পশ্চিমবঙ্গ

RG Kar Protest Rally: দেবীপক্ষে আরজি করের প্রতিবাদে মুখর কলকাতা, অন্য মহালয়া দেখল রাজপথ; PHOTOS

Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Oct 2024,
  • Updated 6:30 PM IST
  • 1/9

আকাশে-বাতাসে বাজছে আগমনীর গান। গঙ্গার ঘাটে ঘাটে তর্পণ। ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই চেনা কণ্ঠে স্তোত্রপাঠ। কুমোরপাড়ায় দুর্গাপ্রতিমার চক্ষুদান। মহালয়া বলতে বাঙালির কাছে এমনই চেনা ছবি ধরা পড়ে। 
 

  • 2/9

তবে এবার এই চেনা ছবির সঙ্গে অন্য ছবি দেখল বাংলা। দেবীপক্ষের সূচনায় নারী নির্যাতনের বিচার চেয়ে পথে নামল নাগরিক সমাজ। দেবী দুর্গার কাছে একটাই প্রার্থনা, 'মেয়েটার বিচার হোক, দোষীদের শাস্তি হোক।'
 

  • 3/9

গত ৯ অগাস্ট আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনা নাড়িয়ে দিয়েছে সকলকে। 
 

  • 4/9

ফের কর্মবিরতি শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা। বিচার চেয়ে মহালয়ায় মহামছিল হল কলকাতায়।
 

  • 5/9

মহালয়ার দুপুরে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিলের ডাক দিয়েছে জুনিয়র ডক্টরস ফ্রন্ট। 
 

  • 6/9

যে মিছিলে বুধবার পুজোর মুখে জনস্রোত দেখল কলকাতার রাজপথ।

  • 7/9

মিছিলে পা মেলালেন বহু সাধারণ মানুষ। একটাই দাবি, তিলোত্তমার বিচার চাই। 

  • 8/9

মিছিল শেষে ধর্মতলায় মহাসমাবেশ করা হল। সেখানে দাবি উঠল বিচারের। মহালয়ায় এ এক অন্য ছবি দেখল কলকাতা।

  • 9/9

মহামিছিলে পা মেলালেন সোহিনী সরকার, চৈতী ঘোষাল-সহ আরও অনেক তারকা। যাঁরা প্রথম থেকে এই প্রতিবাদে শামিল হয়েছেন। 
 

Advertisement
Advertisement