Advertisement

পশ্চিমবঙ্গ

চায়ের দোকানে ঢুকলো ম্যাটাডর, ডানকুনিতে মর্মান্তিক মৃত্যু ৩ জনের

ভোলানাথ সাহা
  • ডানকুনি,
  • 16 Sep 2021,
  • Updated 1:39 PM IST
  • 1/5

নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকলো ম্যাটাডোর। মৃত্যু ৩ জনের, আহত আরও ৪ জন। ঘটনাটি ঘটেছে হুগলির ডানকুনি (Hooghly Dankuni) থানার অন্তর্গত দিল্লি রোডের ধারে মোল্লাবেড়ে এলাকায়।

  • 2/5

জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে দিল্লি রোডের ধারে ওই চায়ের দোকানে চা খাচ্ছিলেন বেশ কয়েকজন। অভিযোগ, সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে ঢুকে পড়ে ম্যাটাডোরটি। 

  • 3/5

ম্যাডাডোরের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় আরও ১ জনের। মৃতরা হলেন, শেখ খালেক, মিন্টু বাগ ও জুম্মান মল্লিক। 

  • 4/5

অন্যদিকে আহত ৪ জনকে হাসপাতালে পাঠানো হলে প্রাথমিক চিকিৎসা পর ছেড়ে দেওয়া হয় তাঁদের। 

  • 5/5

ঘাতক গাড়ির চালককে দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছেন ডিসিপি (DCP) অরবিন্দ আনন্দ। একইসঙ্গে ওই এলাকায় ট্রাফিক ব্যবস্থার উন্নয়নের জন্য যা প্রয়োজনীয় তা করা হবে বলেও জানান তিনি।  
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement