Advertisement

পশ্চিমবঙ্গ

PHOTOS : সাংসদের উদ্যোগ, সারেঙ্গায় ড্রোনের মাধ্যমে স্যানিটাইজেশন

অনিল গিরি
  • বাঁকুড়া,
  • 10 Jun 2021,
  • Updated 3:55 PM IST
  • 1/5

করোনা সংক্রমন রুখতে এবার সারেঙ্গায় ড্রোনের সাহায্যে স্যানিটাইজেশনের উদ্যোগ নিলেন বাঁকুড়ার সাংসদ (MP Bankura) সুভাষ সরকার (Subhash Sarkar)। 

  • 2/5

আজ বৃহস্পতিবার সারেঙ্গা মিশন মাঠের সবজি বাজার ও সারেঙ্গা চৌরাস্তা মোড় এলাকায় ড্রোনের সাহায্যে স্যানিটাইজেশন করা হয়। নিজে উপস্থিত থেকে এই কাজ করান সাংসদ।

  • 3/5

অন্যদিকে বিজেপি সাংসদের এই কর্মসূচীকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। সারেঙ্গা ব্লক তৃণমূলের সভাপতি সুব্রত মিশ্র বলেন,'সারেঙ্গাবাসীর দুর্ভাগ্য বা সৌভাগ্য এতদিন পর তিনি এখানে এসেছেন। শুধু স্যানিটাইজেশন নয় মানুষের জন্য কিছু করুন।'

  • 4/5

এদিকে এদিন সরকারি সাহায্য দাবিতে সাংসদের সামনে ক্ষোভ উগরে দেন কার্তিক গড়াই নামে এক এলাকাবাসী। সাংসদকে হাতের কাছে পেয়ে ওই ব্যক্তি বলেন, 'শুধু স্যানিটাইজেশন নয়, বেঁচে থাকার ব্যবস্থা করুন।'

  • 5/5

পাশাপাশি ওই ব্যক্তির আরও দাবি,'শুধু ২ টাকা কেজি চাল বা বিনামূল্যে চাল দিলেই হবে না, বেঁচে থাকার জন্য অনান্য যে সকল জিনিস প্রয়োজন তা নিয়েও ভাবতে হবে। এই বিষয়ে কেন্দ্র ও রাজ্য সরকার উভয়েই ভাবুক।' যদিও এই বিষয়ে বিডিওকে জানানোর জন্য ওই ব্যক্তিকে পরামর্শ দেন সাংসদ সুভাষ সরকার। 

Advertisement
Advertisement