Advertisement

পশ্চিমবঙ্গ

Vijayadashami 2021 : উমার ফেরার পালা, সিঁদুর খেলা-ধুনুচি নাচে মাকে বরণ মহিলাদের

  • 1/10

আজ দশমী (Vijayadashami 2021)। মায়ের বিদায় বেলা। ছেলে মেয়েদের নিয়ে ঘরে ফিরবেন উমা।

  • 2/10

সকাল থেকে বিভিন্ন বারোয়ারি ও বাড়ির পুজোগুলিতে (Durga Puja 2021) শুরু হয়ে গিয়েছে প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি। 

  • 3/10

 সঙ্গে শুরু হয়েছে মাকে বরণ ও সিঁদুর খেলা (Sindur Khela)। চলছে ঢাকের তালে ধুনুচি নাচ (Dhunuchi Naach)। 

  • 4/10

শহর কলকাতা থেকে জেলা, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই একই ছবি।

  • 5/10

সাবেকি বেশে সিঁদুর খেলায় মেতেছেন মহিলারা। একইসঙ্গে নাচেও খামতি নেই তাঁদের। 

  • 6/10

বারোয়ারি পুজোগুলিতে যেমন এলাকার মহিলাদের ভিড় করতে দেখা গিয়েছে, তেমনই বাড়ির পুজোয় ভিড় পরিবারের মহিলাদের। 

  • 7/10

তবে অনেক জায়গাতেই কোভিড (Covid 19) বিধি না মেনে সিঁদুর খেলা হচ্ছে বলে অভিযোগ উঠছে

  • 8/10

সিঁদুর খেলায় অংশ নেওয়া বেশিরভাগ মহিলারই মুখে দেখা যাচ্ছে না মাস্ক। 

  • 9/10

মানা হচ্ছে না সোশ্যাল ডিসটেন্সিং বা দূরত্ব বিধিও। 

  • 10/10

এক্ষেত্রে কার্যত করোনার (Corona Virus) ভয় ও বিধিনিষেধকে উপেক্ষা করেই উৎসবের শেষ মুহূর্তটাকে উপভোগ করতে চাইছেন তাঁরা। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement