আজ দশমী (Vijayadashami 2021)। মায়ের বিদায় বেলা। ছেলে মেয়েদের নিয়ে ঘরে ফিরবেন উমা।
সকাল থেকে বিভিন্ন বারোয়ারি ও বাড়ির পুজোগুলিতে (Durga Puja 2021) শুরু হয়ে গিয়েছে প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি।
সঙ্গে শুরু হয়েছে মাকে বরণ ও সিঁদুর খেলা (Sindur Khela)। চলছে ঢাকের তালে ধুনুচি নাচ (Dhunuchi Naach)।
শহর কলকাতা থেকে জেলা, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই একই ছবি।
সাবেকি বেশে সিঁদুর খেলায় মেতেছেন মহিলারা। একইসঙ্গে নাচেও খামতি নেই তাঁদের।
বারোয়ারি পুজোগুলিতে যেমন এলাকার মহিলাদের ভিড় করতে দেখা গিয়েছে, তেমনই বাড়ির পুজোয় ভিড় পরিবারের মহিলাদের।
তবে অনেক জায়গাতেই কোভিড (Covid 19) বিধি না মেনে সিঁদুর খেলা হচ্ছে বলে অভিযোগ উঠছে
সিঁদুর খেলায় অংশ নেওয়া বেশিরভাগ মহিলারই মুখে দেখা যাচ্ছে না মাস্ক।
মানা হচ্ছে না সোশ্যাল ডিসটেন্সিং বা দূরত্ব বিধিও।
এক্ষেত্রে কার্যত করোনার (Corona Virus) ভয় ও বিধিনিষেধকে উপেক্ষা করেই উৎসবের শেষ মুহূর্তটাকে উপভোগ করতে চাইছেন তাঁরা।