Advertisement

পশ্চিমবঙ্গ

অমানবিক! দুর্গাপুরে অসুস্থ বৃদ্ধ বাবাকে রাস্তায় ফেলে পালাল ছেলে-মেয়ে

অনিল গিরি
  • দুর্গাপুর,
  • 30 Aug 2021,
  • Updated 4:39 PM IST
  • 1/6

অসুস্থ বাবাকে রাস্তায় ফেলে রেখে চম্পট ছেলে-মেয়ের। 'অমানবিক' এই ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের (Durgapur) ২০ নম্বর ওয়ার্ডের শ্রীনগর পল্লীতে।

  • 2/6

জানা গিয়েছে, ওই বৃদ্ধের নাম মুক্তি আঁকুড়ে। বাড়ি অণ্ডাল থানা (Andal Police Station) এলাকার খাস কাজোড়া এলাকায়। 

  • 3/6

স্থানীয়রা জানাচ্ছেন, সোমবার সকালে একটি ছেলে ও একটি মেয়ে ওই বৃদ্ধকে শ্রীনগর পল্লী এলাকায় একটি বাড়ির সামনে বসিয়ে রেখে বাইকে চেপে চলে যায়। 

  • 4/6

প্রাথমিকভাবে স্থানীয়রা ভাবেন হয়তো ওই বৃদ্ধ নেশাগ্রস্ত অবস্থায় রয়েছেন। পরে দীর্ঘক্ষণ তাঁকে কেউ নিতে না আসায় খটকা লাগে তাঁদের। এরপর ওই বৃদ্ধকে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে আসল সত্য। 

  • 5/6

তারপরেই খবর দেওয়া হয় ফরিদপুর ফাঁড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বৃদ্ধের নাম-পরিচয় জানার পর আপাতত তাঁকে হাসপাতালে ভর্তি করান পুলিশ আধিকারিকরা।

  • 6/6

অন্যদিকে এই ঘটনায় বৃদ্ধের ছেলেমেয়ের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন শ্রীনগর পল্লী এলাকার বাসিন্দারা। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।  
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement