Advertisement

পশ্চিমবঙ্গ

West Bengal Monsoon Update: কেরলে হাজির বর্ষা, বাংলাতেও প্রভাব; কবে থেকে বাড়বে বৃষ্টি?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 May 2022,
  • Updated 3:01 PM IST
  • 1/11

বর্ষা নিয়ে দেশের কৃষকদের জন্য দারুণ সুখবর দিল আবহাওয়া দফতর। বর্ষা সংক্রান্ত আবহাওয়া দফতরের পূর্বাভাস সঠিক প্রমাণিত হয়েছে। আজ ২৯ মে কেরলে বর্ষা প্রবেশ করেছে। IMD জানিয়েছে, স্বাভাবিক সময়ের থেকে ৩ দিন আগেই কেরলে ঢুকল  বর্ষা।
 

  • 2/11

বর্ষার আগেই অবশ্য চলতি মে মাসে দেশের একাধিক এলাকায় ব্যাপক বৃষ্টিপাতের খবর মিলেছে। কেরলের ১০ জেলায় ইতিমধ্যেই রেকর্ড বৃষ্টিপাত হয়েছে।

  • 3/11

পরিস্থিতি এমনই যে আগামী ২ থেকে ৩ দিনের মধ্যেই কেরলে স্বাভাবিক বর্ষা শুরু হতে চলেছে এক বিবৃতিতে জানিয়েছে হাওয়া অফিস।  
 

  • 4/11

আবহাওয়াবিদরা বলছেন, যা পরিবেশ তৈরি হয়েছে তাতে বর্ষা আসতে আর খুব বেশি দেরি নেই। আর কেরলে বর্ষা ঢোকা মাত্র বাংলার জন্যে স্বস্তির খবর। বাংলাতেও এর প্রভাব শুরু হয়ে যাবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

  • 5/11

হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গের জন্য আগামী ২৪  ঘণ্টায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা,  তার সঙ্গে বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়া ৩০  থেকে ৪০  কিলোমিটার বেগে বয়ে যাবে।

  • 6/11

সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রভাব একটু বাড়বে।  হাওয়ার গতিবেগ ৪০ থেকে ৫০  কিলোমিটার থাকবে।

  • 7/11

তবে ৩১ তারিখ থেকে ২ জুন  পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রভাব একটু কমবে। বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। যদিও তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।

  • 8/11

এদিনও কলকাতায় বজ্রগর্ভ মেঘ সঞ্চার করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেল ও রাতের দিকে। 
 

  • 9/11

আগামী চার-পাঁচ দিন উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টির প্রভাব একটু বেশি থাকবে দার্জিলিং, কালিম্পং,জলপাইগুড়ি,কোচহার, আলিপুরদুয়ারে। 

  • 10/11

 জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বৃষ্টির প্রভাব পয়লা জুন থেকে একটু বেশি থাকবে।

  • 11/11

কেরলে বর্ষা ঢুকলেও বাংলায় কবে ঢুকবে তা এখনও স্পষ্ট করেনি আবহাওয়া দফতর।  সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে জুনের শেষে কিংবা জুলাইয়ের শুরুতে বর্ষা আসতে পারে। তবে এখনো পর্যন্ত রাজ্যে বর্ষার আগমনের ব্যাপারে নির্দিষ্ট কিছু জানা যায়নি আবহাওয়া দফতর থেকে। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement