Advertisement

পশ্চিমবঙ্গ

RSS ঘনিষ্ঠ সুভাষ মন্ত্রী, জঙ্গলমহলের দায়িত্বও দিলেন মোদী-শাহ

Aajtak Bangla
  • 07 Jul 2021,
  • Updated 9:03 PM IST
  • 1/6

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুডবুকে নাম ছিল বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকারের। তারই পুরস্কার পেলেন এই সাংসদ। তাঁকে মন্ত্রী করলেন প্রধানমন্ত্রী মোদী। 

  • 2/6

উনিশের ভোটে বাঁকুড়া কেন্দ্র থেকে জেতেন সুভাষ। একুশের ভোটে জঙ্গলমহলে উনিশের ভোটের ফল ধরে রাখতে না পারলেও ছাতনা, শালতোড়া, বাঁকুড়া ও রঘুনাথপুরে জিতেছে গেরুয়া শিবির। 
 

  • 3/6

রাজ্য বিজেপি সূত্রে খবর, এই জয়ের কারিগর আসলে সুভাষ সরকার। আবার তাঁর ডাক্তার ইমেজকেও কাজে লাগাতে চান নরেন্দ্র মোদী। করোনা পর্বের পরে বাংলার স্বাস্থ্যব্যবস্থার উন্নতিতে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হতে পারে সুভাষকে। 

  • 4/6

সুভাষ সরকার আরএসএস ঘনিষ্ঠ বলেও পরিচিত। তাঁর এই ইমেজ মন্ত্রিত্ব পাওয়ার ক্ষেত্রে প্লাস পয়েন্ট হিসেবে কাজ করছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। 
 

  • 5/6

আবার একুশের ভোটের পর থেকে জঙ্গলমহলে বিজেপিতে ভাঙন শুরু হয়েছে। সেই ভাঙন রুখতে মন্ত্রী সুভাষ হাতিয়ার হতে পারে বলে মনে করছে গেরুয়া শিবির। 
 

  • 6/6

খুব একটা প্রচারের আলোয় আসতে চান না সুভাষ সরকার। বরং নিজের কাজ নিয়েই ব্যস্ত। সেই কারণে, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীর মতো নেতারাও তাঁকে সমীহ ও সম্মান করেন। সুভাষের এই ভাবমূর্তি দলের শক্তি ফেরাতে কাজে দেবে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।  

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement