Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Forecast: আগামী সপ্তাহে আরও গরম, দোলে কেমন থাকবে আবহাওয়া?

তপন কুমার নস্কর
  • কলকাতা,
  • 11 Mar 2022,
  • Updated 5:02 PM IST
  • 1/8

শীতে এবার ভুগিয়েছে বৃষ্টি। তবে  আপাতত সে বিদায় নিয়েছে। মার্চে দিন যত এগোচ্ছে, ততই অস্বস্তিকর গরম বাড়ছে রাজ্যে ৷ 
 

  • 2/8

মার্চের দ্বিতীয় সপ্তাহেই গরমের অস্বস্তিতে নাজেহাল বঙ্গবাসী। গ্রীষ্ম জানান দিতে শুরু করেছে। মার্চের প্রথম দিকে হালকা  শীতের আমেজ থাকলেও যত দিন এগোচ্ছে তত গ্রীষ্মের দহন বাড়ছে। আর এই আবহেই হাওয়া অফিস জানিয়ে দিয়েছে, আপতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজ্যে।

  • 3/8

এর মাঝে রাজ্যের দিকে পশ্চিমী ঝঞ্ঝা ধেয়ে আসার একটি সম্ভাবনা দেখা দিয়েছে৷ তবে জানা গিয়েছে, ঝঞ্ঝার প্রভাব দীর্ঘস্থায়ী হবে না৷ পলে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শুষ্ক থাকবে রাজ্যের আবহাওয়া। 
 

  • 4/8


আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী চার-পাঁচদিন উত্তর এবং দক্ষিণবঙ্গে কোথাও কোন বৃষ্টির সম্ভাবনা নেই।  শুষ্ক আবহাওয়া থাকবে।
 

  • 5/8

আগামী কয়েকদিন  দিনের ও রাতের তাপমাত্রার ক্ষেত্রে  উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই। দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে।

  • 6/8

কলকাতার ক্ষেত্রে শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি উঠতে পারে এবং সর্বনিম্ন ২১  থেকে ২২-এর  আশে পাশে থাকবে। 

  • 7/8

শীত শেষে গরম পড়তে শুরু করেছে। তাই  রাতে হালকা শীতের আমেজ এবং দিনের বেলায় ভ্যাপসা গরম এই পরিস্থিতি আগামী তিন থেকে চারদিন বজায় থাকবে।

  • 8/8

হাওয়া অফিস সাফ জানিয়েছে, আগামী ৭ দিন আরও চড়বে পারদ। মার্চ মাসের মাঝামাঝি সময় গিয়ে ৩৫ ডিগ্রি সেলসিয়াস পার করবে সেলসিয়াস। ফলে দোলের দিন বেশ ভালই গরম অনুভূত হবে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement