বাংলায় বৃষ্টির পূর্বাভাস জারি। আজ শুক্রবারও (Friday) শহর কলকাতা (Kolkata) সহ রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।
হাওয়া অফিস জানাচ্ছে, এদিনও কলকাতার আকাশ মেঘলাই থাকবে। সঙ্গে হতে পারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত। এদিন শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। পাশাপাশি সর্বনিম্ম তাপমাত্রা থাকবে ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া কলকাতার পার্শ্ববর্তী বিভিন্ন জেলাতেও হতে হতে পারে বৃষ্টি। আবহাওয়া দফতর জানাচ্ছে, হাওড়া (Howrah), দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas), পূর্ব মেদিনীপুরের (East Midnapore) মতো জেলাগুলিতে বৃষ্টি ভালই হতে পারে।
প্রসঙ্গত বিগত কয়েকদিন ধরেই প্রায় গোটা রাজ্যজুড়ে চলছে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত। তারমধ্যে গতকাল দুপুরের পর থেকে কলকাতা, হুগলি (Hooghly), হাওড়া সহ বেশকয়েকটি জেলায় ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়।
লাগাতার বৃষ্টির জের জলও দাঁড়িয়ে গিয়েছে বিভিন্ন জায়গায়। কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে ও ড্যামগুলি থেকে জল ছাড়ার পর খানাকুল, উদয়নারায়ণপুর, আমতা, ঘাটাল সহ বেশকয়েকটি জায়গায় প্লাবন পরিস্থিরি সৃষ্টি হয়েছে।
বুধবার উদয়নারায়ণপুর ও আমতার প্লাবন পরিস্থিতি খতিয়ে দেখতে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একইসঙ্গে এদিন রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে কথাও হয় মুখ্যমন্ত্রীর।