Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Forecast : কলকাতায় হতে পারে ভাল বৃষ্টি, গোটা রাজ্যে কী অবস্থা?

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Aug 2021,
  • Updated 7:56 AM IST
  • 1/5

বঙ্গে বৃষ্টি জারি। আজ মঙ্গলবারও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এদিন কলকাতার (Kolkata) আকাশ মূলত মেঘলাই থাকবে। কলকাতা ও সংলগ্ন এলাকাগুলিতে বেশ ভালই বৃষ্টিপাত হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। (সব ছবি প্রতীকী)

  • 2/5

দিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে  চেয়ে ১ ডিগ্রি  বেশি। পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। 

  • 3/5

একইসঙ্গে বৃষ্টির সম্ভাবনা হয়ে রয়েছে বেশকিছু জেলাতেও। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas), হাওড়া (Howrah), পূর্ব মেদিনীপুরের (East Midnapore) বেশ কয়েকটি জায়গায় হতে পারে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত। 

  • 4/5

প্রসঙ্গত বিগত কয়েকদিন ধরেই লাগাতার বৃষ্টি হয়ে চলেছে কলকাতা সহ বাংলার বিভিন্ন জেলায়। যার জেরে জলমগ্ন হয়ে পড়ে রাজ্যের একাধিক জেলার বেশকিছু অঞ্চল। 

  • 5/5

অন্যদিকে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের (Bangladesh) বরিশাল, নোয়াখালি, চট্টগ্রাম, কক্সবাজার সহ বেশকয়েকটি জায়াগায় বেশ ভালোই বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement