Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Updates : উত্তরবঙ্গে লাগাতার ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও কি বর্ষণ?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Aug 2021,
  • Updated 7:41 AM IST
  • 1/5

আজ বুধবারও রাজ্যে হবে বৃষ্টি। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। হাওয়া অফিস জানাচ্ছে, এদিন শহর কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হতে পারে দু-এক পশলা বৃষ্টি। 

  • 2/5

এদিন কলকাতার (Kolkata) সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। সেটিও স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। 

  • 3/5

অন্যদিকে লাগাতার ৫ দিন উত্তরবঙ্গের সব জেলাতেই ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। মূলত পাটনা থেকে সিকিম হয়ে অরুণাচলপ্রদেশ পর্যন্ত রয়েছে একটি মৌসুমী অক্ষরেখা। যার ফলে বৃষ্টি হবে উত্তরবঙ্গ (North Bengal) ও সিকিমে (Sikkim)। 

  • 4/5

তাছাড়া বিহার ও উত্তরপ্রদেশের উপরে রয়েছে একটি ঘূর্ণাবর্তও। যার প্রভাবে উত্তরবঙ্গের ওপরের ৫ জেলায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। 

  • 5/5

অন্যদিকে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গেও (South Bengal)। দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও পশ্চিম বর্ধমানে হতে পারে ভারি বৃষ্টি। পাশাপাশি বজ্যবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে অন্যান্য জেলাতেও।  
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement