আগামী ২৪ ঘণ্টায় শহর কলকাতা (Kolkata) ও সংলগ্ন অঞ্চলে আবারও বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।
হাওয়া অফিস জানাচ্ছে, এই সময়ের মধ্যে মহানগরী ও তার আশেপাশের এলাকার আকাশ থাকবে আংশিক মেঘলা। সঙ্গে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত।
আবাহওয়া দফতর সূত্রে খবর ইতিমধ্যেই হিমালয় লাগোয়া ৫ জেলা ঢুকেছে মৌসুমী বায়ু। দুই-তিনদিনের মধ্যে উত্তরসঙ্গে ভালরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা কবে?
হাওয়া অফিস সূত্রে খবর এখনও মোটামুটি এক সপ্তাহ অপেক্ষা করতে হবে দক্ষিণবঙ্গবাসীকে (South Bengal)। আগামী সপ্তাহখানেকের মধ্যেই দক্ষিণবঙ্গে নিম্নচাপ তৈরি হওয়ার কথা। সেই নিম্নচাপের হাত ধরেই দক্ষিণবঙ্গে ঢুকবে বর্ষা।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বাংলার বিভিন্ন জেলায় আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টির পরিমান বাড়বে। সেক্ষেত্রে মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
এদিকে সপ্তাহের প্রথম কাজের দিনে শহর কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। সঙ্গে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। সেইদিক থেকে দেখতে গেলে বর্ষার (Monsoon) জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে দক্ষিণবঙ্গবাসীকে।