Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Forecast : ঝড়বৃষ্টি হতে পারে আজও, দক্ষিণবঙ্গে বর্ষা কবে?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Jun 2021,
  • Updated 7:44 AM IST
  • 1/6

আগামী ২৪ ঘণ্টায় শহর কলকাতা (Kolkata) ও সংলগ্ন অঞ্চলে আবারও বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। 

  • 2/6

হাওয়া অফিস জানাচ্ছে, এই সময়ের মধ্যে মহানগরী ও তার আশেপাশের এলাকার আকাশ থাকবে আংশিক মেঘলা। সঙ্গে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত। 

  • 3/6

আবাহওয়া দফতর সূত্রে খবর ইতিমধ্যেই হিমালয় লাগোয়া ৫ জেলা ঢুকেছে মৌসুমী বায়ু। দুই-তিনদিনের মধ্যে উত্তরসঙ্গে ভালরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা কবে? 

  • 4/6

হাওয়া অফিস সূত্রে খবর এখনও মোটামুটি এক সপ্তাহ অপেক্ষা করতে হবে দক্ষিণবঙ্গবাসীকে (South Bengal)। আগামী সপ্তাহখানেকের মধ্যেই দক্ষিণবঙ্গে নিম্নচাপ তৈরি হওয়ার কথা। সেই নিম্নচাপের হাত ধরেই দক্ষিণবঙ্গে ঢুকবে বর্ষা। 

  • 5/6

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বাংলার বিভিন্ন জেলায় আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টির পরিমান বাড়বে। সেক্ষেত্রে মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। 

  • 6/6

এদিকে সপ্তাহের প্রথম কাজের দিনে শহর কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। সঙ্গে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। সেইদিক থেকে দেখতে গেলে বর্ষার (Monsoon) জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে দক্ষিণবঙ্গবাসীকে।  

Advertisement
Advertisement