হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী চলতি সপ্তাহের শেষেই নেমে আসতে পারে প্রাকৃতিক দুর্যোগ। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’, এমন আশঙ্কাই তৈরি হয়েছে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী চলতি সপ্তাহের শেষেই নেমে আসতে পারে প্রাকৃতিক দুর্যোগ। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’, এমন আশঙ্কাই তৈরি হয়েছে।
আপাতত মধ্য আন্দামান সাগরে নিম্নচাপ হিসেবে তা অবস্থান করছে। ২ তারিখ পশ্চিম দিকে সরে গিয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।
৩ তারিখ এই গভীর নিম্নচাপ আরও পশ্চিম, উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আর ৪ তারিখ অন্ধ্রপ্রদেশের উত্তর এবং ওডিশা উপকূলের কাছে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়।
যার প্রভাবে ৩ তারিখ থেকে রাজ্যের উপকুলবর্তী জেলা দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়ায় অল্প বৃষ্টি শুরু হবে।
৪ তারিখ বৃষ্টির দাপট বাড়বে দক্ষিণের সমস্ত জেলাতেই বৃষ্টি হবে। উপকুলবর্তী জেলাগুলোতে বিশেষকরে কলকাতা, দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
৫ তারিখ বৃষ্টির দাপট বাড়বে। উপকুলবর্তী জেলাগুলোয় ভারী থেকে অতিভারী বৃষ্টি। সঙ্গে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। ৬ তারিখও বৃষ্টি চলবে।
এই অবস্থায় মৎস্যজীবীদের ৩ তারিখ থেকে ৫ তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যারা মাঝ সমুদ্রে গিয়েছেন তাদের ফিরতে বলা হয়েছে।
পাশাপাশি কৃষকদের ধান ও অন্যান্য ফসল তাড়াতাড়ি ঘরে তুলতেও সতর্ক করেছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গের মালদা, দুই দিনাজপুর,দার্জিলং ও কালিম্পঙে সামান্য বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গের মালদা, দুই দিনাজপুর,দার্জিলং ও কালিম্পঙে সামান্য বৃষ্টি হতে পারে।