Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Forecast:গভীর নিম্নচাপ বঙ্গোপসাগরে, বাড়বে তাপমাত্রা, বৃষ্টিরও পূর্বাভাস

তপন কুমার নস্কর
  • কলকাতা,
  • 10 Nov 2021,
  • Updated 7:12 PM IST
  • 1/9

বেশ ভালো ভাবেই অনুভূত হতে শুরু করেছে শীতের আমেজ। তবে আবহাওয়া দফতর  জানাচ্ছে, সপ্তাহান্তেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। 
 

  • 2/9

হাওয়া অফিস বলছে, এই মুহূর্তে একটি নিম্নচাপ মধ্য ও দক্ষিণ বঙ্গোপসাগরে উপরে রয়েছে ।এটি আগামী ১২  ঘন্টায় গভীর নিম্নচাপে পরিণত হবে।

  • 3/9

১১ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার সকালে এই নিম্নচাপ তামিলনাড়ু উপকূলে যাবে। যত এই নিম্নচাপ তামিলনাড়ুর দিকে এগোবে আমাদের রাজ্যের উপর জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করবে।

  • 4/9

যার ফলে ১৩ তারিখ অর্থাৎ শনিবার থেকে দক্ষিণবঙ্গের উপকূলীয়র জেলা এবং কলকাতাতে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ।

  • 5/9

১৩ ও ১৪  তারিখ  অর্থাৎ সপ্তাহান্তের শনি ও রবিবার  হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । 

  • 6/9

সামান্য বৃষ্টি  চলবে ১৫ তারিখ অর্থাৎ সোমবারও।

  • 7/9

১২ তারিখের পর থেকে আকাশ মেঘলা হওয়ার কারণে রাতের তাপমাত্রা কমতে শুরু করবে। বিশেষ করে দুই থেকে তিন ডিগ্রি আগামী তিন থেকে চারদিন বাড়বে। 

  • 8/9

আজকে কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৭ ডিগ্রি সেবসায়িসা। ইতিমধ্যে তাপমাত্রা বাড়তে শুরু করেছে।

  • 9/9

  তাপমাত্রা আগামী তিন-চার দিনে বাড়বে,  যার ফলে আগামী কয়েক দিন ঠান্ডার প্রভাব অনেকটাই কমবে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement