শীতের অপেক্ষায় দিন গুনছেন বঙ্গবাসী। মেঘ কাটলেই শীত পড়বে পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস।
  
বঙ্গোপসাগরে নিম্নচাপ কারণে পূবালি হাওয়ার দাপটে বাধা পাচ্ছিল  উত্তুরে হাওয়া। সেকারণে আবহাওয়ার জলীয়বাস্পের পরিমান বাড়তে শুরু করেছিল। তার জেরেই শীতের হিমেল পরশ উধাও হয়ে গিয়েছিল হঠাৎ করে।
  
তবে এবার আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে কোন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। 
  
শুধুমাত্র মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা ,পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে মেঘলা আকাশ ও সেইসঙ্গে সামান্য বৃষ্টি হলেও হতে পারে। তবে না হওয়ার সম্ভাবনাই বেশি ।
 দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাতে শুষ্ক আবহাওয়া থাকবে। 
  
আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি কমে যাবে।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ,আলিপুরদুয়ার কোচবিহারে খুব হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি কমবে।
উত্তরবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশা দেখা গিয়েছে।
  
 কলকাতার আকাশ  মূলত পরিষ্কার থাকবে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রবিবারের মতোই, স্বাভাবিকের থেকে বেশি।
  
আবহাওয়াবিদরা জানিয়েছেন নিম্নচাপের মেঘ কাটলেই রাজ্যে জাঁকিয়ে শীত পড়বে। কারণ মেঘ কেটে গেলেই উত্তুরে হাওয়ার প্রবেশে কোনও বাঁধা থাকবে না। 
  
বুধবার থেকে তাপমাত্রা কমতে শুরু করবে রাজ্যের জেলাগুলিতে। সপ্তাহান্তে তাপমাত্রার পারদ ১৬ থেকে ১৮ ডিগ্রিতেও নেমে যেতে পারে।