Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Forecast: উত্তরে তুষারপাত, বৃষ্টি, দক্ষিণবঙ্গ ঝকঝকে, তাপমাত্রা কমবে

তপন কুমার নস্কর
  • কলকাতা,
  • 05 Feb 2022,
  • Updated 2:18 PM IST
  • 1/11

সরস্বতীপুজোতেও রেহাই নেই পাহাড় ও লাগোয়া সমতল সহ উত্তরবঙ্গের। আজও দফায় দফায়  টানা বৃষ্টি চলবে। তাতে তাপমাত্রা আরও খানিকটা নামতে পারে।

  • 2/11

দক্ষিণবঙ্গে অবশ্য আকাশ পরিষ্কার থাকবে। সরস্বতী পুজোর দিনে দক্ষিণবঙ্গে মনোরম পরিবেশ স্বস্তি দিচ্ছে বাসিন্দাদের। বাগদেবীর আরাধনা ভালোয় ভালোয় মিটিয়ে ফেলতে সকাল থেকেই তোড়জোড় শুরু হয়েছে।

  • 3/11

রবিবার থেকে রাজ্যজুড়ে আবহাওয়ার উন্নতি হবে। বৃষ্টিপাত কমবে উত্তরবঙ্গে তবে গোটা রাজ্যেই ফের তাপমাত্রা কমার ইঙ্গিত। ফলে দক্ষিণেও  ফিরবে শীতের আমেজ!

  • 4/11

কলকাতা

সকালে সামান্য কুয়াশা থাকলেও পরে পরিষ্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা নেই। ফিরল হালকা শীতের আমেজ। এক রাতেই তাপমাত্রা নামল প্রায় তিন ডিগ্রির বেশি।

  • 5/11

সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ছিল ৯৪ শতাংশ।

  • 6/11

দক্ষিণবঙ্গ
কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকার পূর্বাভাস মিলেছে। রাতের তাপমাত্রা নেমেছে অনেকটাই। ফিরেছে শীতের আমেজও।

  • 7/11

নদীয়া, বীরভূম, মুর্শিদাবাদে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ লাগোয়া অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে শিলিগুড়ি ও পাহাড় লাগোয়া এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

  • 8/11

আগামী দু-তিন দিনে আরও কিছুটা তাপমাত্রা কমবে বলে আবহাওয়া বিশেষজ্ঞরা ইঙ্গিত দিয়েছেন। জমিয়ে শীতের আমেজ থাকবে আরও কিছুদিন।

 

  • 9/11

উত্তরবঙ্গ

শনিবারও  উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস। এলাকাভেদে হালকা থেকে মাঝারি বৃষ্টির সর্তকতা। দার্জিলিং, কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।

 

 

  • 10/11

হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়। আগামীকাল রবিবার থেকে পরিষ্কার আকাশ রাতের তাপমাত্রা আরও নামবে ফিরবে শীতের আমেজ।

  • 11/11

এদিকে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বৃষ্টি কমেনি শনিবারও। শিলিগুড়ি সহ লাগোয়া এলাকায় বৃষ্টির জলে শীতলতা বাড়িয়েছে কয়েকগুণ। জোলো আবহাওয়া এদিনও থাকবে। তবে রবিবার রোদ উঠতে পারে বলে জানানো হয়েছে।

Advertisement
Advertisement