Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Forecast : আবারও রাজ্যে নিম্নচাপের ভ্রূকুটি, কবে থেকে বাড়বে বৃষ্টি?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Sep 2021,
  • Updated 7:56 AM IST
  • 1/6

নিম্নচাপ (Low Pressure) ও বৃষ্টি (Rain) যেন পিছু ছাড়ছে না বঙ্গের। চলতি সপ্তাহের সোম ও মঙ্গলবার নিম্নচাপের জেরে ব্যপক বৃষ্টি হয় রাজ্যে। শক্তি হারিয়ে আপাতত সেই নিম্নচাপ মধ্যপ্রদেশের দিকে সরছে। 

  • 2/6

কিন্তু এর মাঝেই নয়া নিম্নচাপের ভ্রূকুটির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। হাওয়া অফিস বলছে, আগামী শুক্র ও শনিবার উত্তর বঙ্গোপসাগরে (Bay Of Bengal) নতুন করে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। 

  • 3/6

সেটি ওড়িশা ও বাংলা উপকূলের দিকে আসবে রবি-সোমবার। ফলে আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে। তারমধ্যে উপকূলবর্তী জেলাগুলিতে বেশিমাত্রায় ঝড়বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

  • 4/6

অন্যদিকে উত্তরবঙ্গের (North Bengal) আকাশও মেঘলা থাকবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। সঙ্গে বিক্ষিপ্তভাবে চলতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। এরমধ্যে সপ্তাহের শেষের দিকে পার্বত্য এলাকায় বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে।

  • 5/6

এদিকে আজ বৃহস্পতিবার, শহর কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ মূলত মেঘলা থাকবে বলেই জানা যাচ্ছে। সঙ্গে হতে পারে দু-এক পশলা বৃষ্টি। 

  • 6/6

এদিন শহরের (Kolkata) সর্বোচ্চ তাপমাত্রা ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস।  

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement