আজ মঙ্গলবার শহর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বভাস দিচ্ছে আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে এদিন কলকাতা ও সংলগ্ন অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকবে। সঙ্গে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত।
আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে, বৃষ্টির সম্ভাবনা থাকলেও এদিন কলকাতার (Kolkata) সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩৩ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
এছাড়া দক্ষিণবঙ্গের হাওড়া (Howrah), হুগলি (Hooghly), দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।
এদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের অন্যান্য অঞ্চলেও। কোঙ্কণ, গোয়া, মধ্যপ্রদেশ, জম্মুকাশ্মীর, অসম ও মেঘালয়ে ভারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম বিভাগ।
পাশাপাশি হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড, পঞ্জাব, মহারাষ্ট্রের বিদর্ভ, ছত্তীসগঢ়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, অন্ধ্রপ্রদেশের নদি সংলগ্ন এলাকা, ইয়ানম, কেরল ও মাহেতেও হতে পারে ভারি বৃষ্টি।
এছাড়া, রাজস্থান, লদাখ, হিমাচল, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খন্ড, মণিপুর, মিজোরাম, রায়লসীমা এবং তেলেঙ্গানার কিছু কিছু এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে মৌসম বিভাগ। অন্যদিকে প্রতিবেশী বাংলাদেশের (Bangladesh) রংপুর ও সিলেট বিভাগেও এদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।