Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Forecast : আকাশ পরিষ্কার, নামছে তাপমাত্রা, আর বৃষ্টি হবে?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Jan 2022,
  • Updated 11:38 AM IST
  • 1/5

আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো আজ রবিবার থেকেই মোটামুটি কেটে গিয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। পরিচ্ছন্ন হতে শুরু করেছে আকাশ। 

  • 2/5

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে, এদিন সকালের দিকে শহর কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকায় কোথাও কোথাও কুয়াশা থাকলেও আকাশ মূলত পরিস্কারই থাকবে।

  • 3/5

একইসঙ্গে এদিন থেকেই উত্তর (North Bengal) ও দক্ষিণবঙ্গে (south Bengal) ২-৩ ডিগ্রি কমবে তাপমাত্রা। ফলে শীত অনুভূত হবে গোটা রাজ্যে। 

  • 4/5

হাওয়া অফিসের রিপোর্ট বলছে, এদিন তিলোত্তমা কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি।

  • 5/5

একইসঙ্গে আপাতত ৪ দিন আর বৃষ্টির কোনও পূর্বাভাস নেই বলেও জানাচ্ছে হাওয়া অফিস। 

Advertisement
Advertisement