Advertisement

পশ্চিমবঙ্গ

Kolkata Winter Update: উত্তুরে হওয়ার দাপট বাড়বে, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই পারদ পতন কলকাতায়?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Nov 2022,
  • Updated 6:51 AM IST
  • 1/9

গত সপ্তাহ থেকেই শীতের আমেজ দেখা গিয়েছে রাজ্যজুড়ে। দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়ার শুরু হয়ে গিয়েছে। দিনের তাপমাত্রা বাড়লেও, কমছে রাতের তাপমাত্রা। রাতে ও সকালের দিকে হালকা শীতের আমেজ রয়েছে বাংলা জুড়ে।
 

  • 2/9


উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ এবং রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে ভোরের দিকে কুয়াশা থাকার সম্ভাবনাও তৈরি হয়েছে।  ভোরে বাতাসে শিরশিরানি থাকবে।

  • 3/9

তবে বেলা বাড়লের বাড়ছে সূর্যের তেজ আর সেইসঙ্গে ঠান্ডার আমেজ গায়েব হয়ে গরম অনুভব হচ্ছে।

  • 4/9

 আপাতত গোটা দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া রয়েছে। জলীয় বাষ্প ধীরে ধীরে কমবে বলে আশা প্রকাশ করেছে হাওয়া অফিস।

  • 5/9

আলিপুর আবহাওয়া দফতর বলছে  শুক্রবার পর্যন্ত রাজ্যের দক্ষিণের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আপাতত দিন বা রাতের তাপমাত্রার তেমন বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে আগামী ৭২ ঘণ্টার মধ্যেই রাজ্যের পশ্চিম দিকের জেলাগুলিতে শীতের আমেজ টের পাওয়া যাবে

  • 6/9

উত্তরবঙ্গের ক্ষেত্রেও শুক্রবার পর্যন্ত সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আপাতত হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আগামী পাঁচ দিন তাপমাত্রার সেরকম কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। হিমেল হাওয়ার কারণে শীত অনুভূত হবে উত্তরের জেলাগুলিতে।
 

  • 7/9

আজ দার্জিলিং এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
 

  • 8/9

কলকাতা ও আশপাশের এলাকার  আকাশ মূলত  পরিষ্কার থাকবে। তবে সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।  বেলা বাড়লে কলকাতার আকাশ আংশিক মেঘলা হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে রাকে ৩২ ও ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। 
 

  • 9/9

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, নভেম্বরের দ্বিতীয়  সপ্তাহে শীতের আমেজ ভাল করে অনুভূত হতে পারে কলকাতায়। যদিও এই সপ্তাহের বাকি দিনগুলিতে উত্তুরে হাওয়ার প্রভাবে সকাল-সন্ধ্যায় ঠান্ডার  অনুভূতি জারি থাকবে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement