Advertisement

পশ্চিমবঙ্গ

Bengal Weekly Weather Forecast: রাজ্য এই শীতের কাঁপুনির মধ্যেই কাল থেকে বৃষ্টি, কোথায়-কতদিন চলবে?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Dec 2022,
  • Updated 12:49 PM IST
  • 1/8


পৌষের শুরু থেকেই হাড় কাঁপুনি শীত পড়তে শুরু করেছে রাজ্যে। জেলায় জেলায় জারি পারদ পতন। আগামী ৩ দিন রাজ্যে শীতের আমেজ পুরোদমে থাকবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।
 

  • 2/8

কলকাতা সহ জেলাগুলিত তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে গিয়েছে। রবিবার কলকাতা শহরের তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছেকাছি থাকলেও একাধিক জেলার তাপমাত্রা ১০ ডিগ্রিতে নেমে গিয়েছে।

  • 3/8

শনিবার ছিল চলতি মরশুমের শীতলতম দিন ৷ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম ৷ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৭ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম ৷ শনিবারের চেয়ে অবশ্য রবিবার কিছুটা তাপমাত্রা বেড়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। 

  • 4/8

জেলাগুলিতে কোথাও কোথাও তাপমাত্রা ৮ ডিগ্রিতে নেমেছে ৷ দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা ১০ ডিগ্রিতে নেমে গিয়েছে। উত্তরবঙ্গের জেলা গুলির তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে গিয়েছে।

  • 5/8

দার্জিলিংয়ের তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে। কালিম্পং, কার্শিয়ায়ের তাপমাত্রও ৭ থেকে ৮ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। তাপমাত্রা নেমেছে তরাই ডুয়ার্সের জেলা গুলিতেও। জলপাইগুড়ি, শিলিগুড়ি, সহ একাধিক জেলার তাপমাত্রা হু হু করে নামছে। বাধাহীন উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করায় তাপমাত্রার এই পারদ পতন।

  • 6/8

উত্তুরে হাওয়ার দাপটেই এই পারদ পতন বলে জানা গিয়েছে। আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রার এই পারদ পতন জারি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

  • 7/8

বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনও নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত নেই। ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। গত ২৪ ঘণ্টাতেও বৃষ্টি হয়নি।

  • 8/8

উত্তরবঙ্গে মাঝারি এবং দক্ষিণবঙ্গের উপকূলে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে এর মধ্যেই সোমবার হাল্কা বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিঙে। 
 

Advertisement
Advertisement