Advertisement

পশ্চিমবঙ্গ

Christmas Weather Prediction:বড়দিনে ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত, আবহাওয়ায় বড় পরিবর্তনের পূর্বাভাস

Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Dec 2022,
  • Updated 5:08 PM IST
  • 1/9

এই মরশুমে যেন লুকোচুরি খেলছে শীত। ডিসেম্বর মাসের ২০ তারিখ চলে এলেও এখনও হাড়কাঁপানো ঠান্ডার দেখা নেই। 

  • 2/9

হাওয়া অফিস বলছে,  শুক্রবার থেকেই আবারও হাওয়া বদল হবে রাজ্যে। বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। এর প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে দক্ষিণবঙ্গে। এর ফলেই বড়দিনে কার্যত আরও বাড়বে তাপমাত্রা।
 

  • 3/9

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস,বর্তমানে যে শীতের আমেজ রয়েছে সেটাও উধাও হবে বড়দিনে। রয়েছে তাপমাত্রা ফের বৃদ্ধির সম্ভাবনা।
 

  • 4/9

ইতিমধ্যে উত্তুরে হাওয়ার গতি কমে গেছে। ফলে শীতের আমেজ কমেছে রাজ্যে। আগামী শুক্রবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। তারপর থেকে আরও একটু তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। 

  • 5/9

বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে আর তার ফলেই রাতের তাপমাত্রা ক্রমশ বাড়বে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।
 

  • 6/9

আগামী ৪৮ ঘণ্টায় ঘন কুয়াশা সতর্কতা রয়েছে  উত্তরবঙ্গের মালদা ও দিনাজপুরে। হালকা মাঝারি কুয়াশা থাকবে উত্তরবঙ্গের অন্যান্য জেলাতে। 
 

  • 7/9

বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং-এর কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৪-৫ দিন উত্তরবঙ্গের রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

  • 8/9

বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সর্বত্র আবহাওয়াও শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। এছাড়া আগামী ৪-৫ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
 

  • 9/9

রাজ্যে শীত অধরা হলেও, উত্তর ও পশ্চিম ভারতে  কার্যত শৈত্যপ্রবাহের পরিস্থিতি। মাইনাস তাপমাত্রা চলছে জম্মু-কাশ্মীর ও সংলগ্ন এলাকায়। শৈত্যপ্রবাহ চলবে আরও কয়েকদিন। পঞ্জাব, হরিয়ানা, হিমাচলপ্রদেশ এবং উত্তর রাজস্থানের কিছু অংশে লাগাতার শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে।

Advertisement
Advertisement