Advertisement

পশ্চিমবঙ্গ

Bengal Weather Forecast: সপ্তাহান্তে নিম্নচাপের কতটা প্রভাব বাংলায়? জানাল হাওয়া অফিস

Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Dec 2022,
  • Updated 5:06 PM IST
  • 1/8


ডিসেম্বরের প্রথম সপ্তাহতেও তেমন দেখা মিলছে না শীতের। উল্টে মঙ্গলবার সামান্য বেড়েছে তাপমাত্রা। যদিও সকাল সন্ধ্যায় শীতের আমেজ রয়েছে শহরে।

  • 2/8

হাওয়া অফিস বলছে, আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গে কোথাও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার ও শুষ্ক ওয়েদার থাকবে।
 

  • 3/8

আগামী বৃহস্পতিবার পর্যন্ত  তাপমাত্রার তেমন কোনও পরিবর্তনের  সম্ভাবনা নেই।
 

  • 4/8

উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে  হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আগামী দিন পাঁচেক রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

  • 5/8

দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দিন পাঁচেক রাতের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই।
 

  • 6/8

আন্দামান সাগরে নিম্নচাপের জন্য আকাশ মেঘলা থাকবে আর তার জেরেই  শুক্রবার থেকে পারদ ঊর্ধ্বমুখী হবে।

  • 7/8

হাওয়া অফিস জানিয়ে দিয়েছে  এই  নিম্নচাপের  কোনও প্রভাব আমাদের রাজ্যে পড়বে না। শুধু একটু মেঘলা আকাশ থাকবে  ও তাপমাত্রা বাড়বে। 
 

 
 

 

 

  • 8/8

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সোমবার এই তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। আগামী ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement