Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Forecast : দক্ষিণ আন্দামান সাগরে নিম্নচাপের সম্ভাবনা, রাতের দিকে নামবে তাপমাত্রা

তপন কুমার নস্কর
  • কলকাতা,
  • 25 Nov 2021,
  • Updated 5:40 PM IST
  • 1/8

আগামী ৩-৪ দিন উত্তর (North Bengal) ও দক্ষিণবঙ্গে (South Bengal) কোথাও তেমন কোনও বৃষ্টির সম্ভাবনা নেই, বৃহস্পতিবার এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।

  • 2/8

তবে প্রথম দুদিন দার্জিলিং ও কালিম্পং-এ মেঘলা আকাশ এবং সঙ্গে খুব সমান্য বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। 

  • 3/8

তাছাড়া আর কোথাও আগামী কয়েকদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।

  • 4/8

একইসঙ্গে এই সময়টায় আবহাওয়া শুষ্ক ও আকাশ পরিষ্কার থাকবে বলেও জানানো হয়েছে । 

  • 5/8

আলিপুর আবহাওয়া দফতর আরও জানাচ্ছে, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে আগামী ৩-৪ দিন রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমবে, ফলে ঠান্ডা অনুভূত হবে। 

  • 6/8

জেলায় এর প্রভাব বেশি দেখা যাবে। তবে ২৯-৩০ তারিখ নাগাদ দক্ষিণ আন্দামান সাগরে একটা নিম্নচাপ সৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। 

  • 7/8

তবে তার প্রভাব বাংলায় কেমন পড়বে সেই  বিষয়ে এখনই স্পষ্ট করে কিছু জানা যায়নি। 

  • 8/8

আপাতত তাপমাত্রা কমার যে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর তা খুশি বয়ে এনেছে শীতপ্রেমীদের মনে। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement