Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Update Of West Bengal : আরও নামল তাপমাত্রা, সরস্বতী পুজোয় বৃষ্টির আশঙ্কা

Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Jan 2022,
  • Updated 8:13 AM IST
  • 1/7

দিনকয়েক ধরেই ঝোড়ো ইনিংস চলছে শীতের। আজ রবিবারও (Sunday) জারি কনকনে ঠান্ডা। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এদিন শহর কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি কম। 

  • 2/7

পাশাপাশি দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। গতকালের চেয়েও কম এদিনের সর্বনিম্ন তাপমাত্রা। আকাশ মূলত পরিষ্কার থাকবে বলেই জানা যাচ্ছে। 

  • 3/7

হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গে (South Bengal) মঙ্গলবার পর্যন্ত শীতের কামড় বজায় থাকবে। তবে বুধবার থেকে ফের বাড়তে পারে তাপমাত্রা। 

  • 4/7

একইসঙ্গে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার কারণে সপ্তাহের শেষের দিকে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। এমনকী সরস্বতী পুজোর দিনও বৃষ্টির আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

  • 5/7

অন্যদিকে উত্তরবঙ্গেও (North Bengal) স্ট্রেট ব্যাটে খেলছে শীত। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকে তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গে। 

  • 6/7

বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে দার্জিলিং-কালিম্পং-এ। 

আরও পড়ুনবিক্রি হচ্ছিল 'I Love You' লেখা শাড়ি, শুরু তুমুল বিক্ষোভ-অশান্তি

  • 7/7

আর সরস্বতী পুজোর দিন উত্তরের সব জেলাতেই বৃষ্টির আশঙ্কা করছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement