Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Forecast : গতকালের চেয়ে বাড়ল তাপমাত্রা, বৃষ্টি হবে কলকাতায়?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Sep 2021,
  • Updated 8:19 AM IST
  • 1/5

সোমবার, সপ্তাহের প্রথম কাজের দিনে বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে, এদিনও শহর কলকাতার (Kolkata) আকাশ থাকবে আংশিক মেঘলা। সঙ্গে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। 

  • 2/5

দিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস, সেটিও স্বাভাবিকর চেয়ে ২ ডিগ্রি বেশি।

  • 3/5

এছাড়া রাজ্যের বিভিন্ন জেলাতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। তারমধ্যে সকালেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হয়ে গিয়েছে কয়েক পশলা বৃষ্টি। 

  • 4/5

প্রসঙ্গত গতকাল গরমে রীতিমতো হাঁসফাঁস করেছেন শহর কলকাতার মানুষ। সঙ্গে ছিল আর্দ্রতাজনিত অস্বস্তিও। 

  • 5/5

গতকালের চেয়ে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রাও বেড়েছে ১ ডিগ্রির বেশি। সেক্ষেত্রে এদিনও একই অবস্থা বজায় থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এখন দেখার এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত স্বস্তির বৃষ্টি আসে কি না। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement