Advertisement

পশ্চিমবঙ্গ

Rain Alert Kolkata West Bengal : বিকেলের মধ্যে ঝেঁপে বৃষ্টি রাজ্যের ৭ জেলায়, কতক্ষণ চলবে?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Mar 2023,
  • Updated 1:48 PM IST
  • 1/7

বৃষ্টি অব্যাহত বঙ্গে। আজও শহর কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে, আগামী ২-৩ ঘণ্টায় বৃষ্টির পূর্বভাস রয়েছে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দুই ২৪ পরগনা ও হাওড়ায়। 

  • 2/7

এছাড়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতাতেও (Kolkata)। অন্যদিকে উত্তরবঙ্গের (North Bengal) সব জেলাতেও বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। 

  • 3/7

তবে ২২ তারিখ থেকে আবহাওয়ার ধীরে ধীরে উন্নতি হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। ২৩ তারিখ থেকে ঝড়বৃষ্টি কার্যত আর থাকবে না বলেই মনে করা হচ্ছে।

  • 4/7

এদিকে এই ঝড়বৃষ্টির ফলে বেশকিছুটা কমেছে তাপমাত্রাও। হাওয়া অফিস বলছে, আজ শহর কলকাতা ও সংলগ্ন এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৮ ডিগ্রি কম।

  • 5/7

আর দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২১.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। 

আরও পড়ুন - 'বিরোধীদের উত্তর দিতে পারছি না', ক্ষুব্ধ অর্জুন?

  • 6/7

তবে বৃষ্টি কমলে ফের তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হবে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। 

  • 7/7

সেক্ষেত্রে তাপমাত্রার পারদ ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।  

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement