Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Update: শিলাবৃষ্টি পাহাড়ে, শীতের বিদায়লগ্নেও জাঁকিয়ে ঠান্ডা

কায়েশ আনসারী
  • দার্জিলিং,
  • 20 Feb 2022,
  • Updated 9:06 PM IST
  • 1/6

আসন্ন দার্জিলিঙের পুরভোট। তার পূর্বাভাস কতটা মিলবে এখন বলা যাচ্ছে না! তবে হাওয়া অফিসের বৃষ্টির আভাস মিলে গেল। 
 

  • 2/6

রবিবার সন্ধেয় বৃষ্টিতে ভিজল শৈলশহর। তা চলল কয়েক মিনিট ধরে।      
 

  • 3/6

বৃষ্টির সঙ্গে কয়েক পশলা শিলাবৃষ্টিও হয়েছে এ দিন। সোমবারও দার্জিলিং এবং কালিম্পঙে বৃষ্টি পড়তে পারে বলে পূর্বাভাস দিয়ে আবহাওয়া দফতর।    

  • 4/6

কয়েক মিনিটের বৃষ্টিপাতের পর কনকনে ঠান্ডা পাহাড়ে। আবহাওয়া দফতরের ওয়েবসাইট অনুযায়ী, দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ৩.৫ ডিগ্রি সেলসিয়াস।      

  • 5/6

গতকাল থেকে পাহাড়ে তাপমাত্রা অনেকটা কমে গিয়েছে। শীতের বিদায়লগ্নেও এমন ছবি দেখে খুশি শীতপ্রেমীরা।        

  • 6/6

চলতি বছরই দার্জিলিঙে ভেঙে গিয়েছে বরফ পড়ার যাবতীয় রেকর্ড। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement