আসন্ন দার্জিলিঙের পুরভোট। তার পূর্বাভাস কতটা মিলবে এখন বলা যাচ্ছে না! তবে হাওয়া অফিসের বৃষ্টির আভাস মিলে গেল।
রবিবার সন্ধেয় বৃষ্টিতে ভিজল শৈলশহর। তা চলল কয়েক মিনিট ধরে।
বৃষ্টির সঙ্গে কয়েক পশলা শিলাবৃষ্টিও হয়েছে এ দিন। সোমবারও দার্জিলিং এবং কালিম্পঙে বৃষ্টি পড়তে পারে বলে পূর্বাভাস দিয়ে আবহাওয়া দফতর।
কয়েক মিনিটের বৃষ্টিপাতের পর কনকনে ঠান্ডা পাহাড়ে। আবহাওয়া দফতরের ওয়েবসাইট অনুযায়ী, দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ৩.৫ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল থেকে পাহাড়ে তাপমাত্রা অনেকটা কমে গিয়েছে। শীতের বিদায়লগ্নেও এমন ছবি দেখে খুশি শীতপ্রেমীরা।
চলতি বছরই দার্জিলিঙে ভেঙে গিয়েছে বরফ পড়ার যাবতীয় রেকর্ড।