Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Update: নতুন সপ্তাহেই বাড়বে গরম, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এই দিন থেকে

Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Mar 2024,
  • Updated 6:47 AM IST
  • 1/10

রবিবার রাতে রাজ্য তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম ছিল। ফলে রবিবার রাত ও সোমবার সকালের দিকেও তাপমাত্রা ছিল মনোরম। তবে নতুন সপ্তাহেই আবহাওয়ার বদল হতে চলেছে। কলকাতায় রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ৩ ডিগ্রি সেলসিয়াস কম। 

  • 2/10

দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

  • 3/10

বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। 

  • 4/10

সপ্তাহের শুরুতে আপাতত আকাশ পরিষ্কার থাকবে। তবে উত্তরবঙ্গের দার্জিলিংয়ে খুব হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

  • 5/10

বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার পরিবর্তন শুরু হবে। মালদহ ও দিনাজপুরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

  • 6/10

সোমবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে। দিনের তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে।

  • 7/10

দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। সকাল-বিকেলে তাপমাত্রা মনোরম থাকলেও বেলার দিকে গরম অনুভূত হবে। 

  • 8/10

শুধুমাত্র উত্তরবঙ্গের দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে সেই সম্ভাবনা কমবে। 

  • 9/10

আগামী সপ্তাহে পশ্চিমে ঝঞ্ঝার সময় উত্তরের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

  • 10/10

বুধবার পূবালী হাওয়া ও পশ্চিমী ঝঞ্ঝার সংঘাতে উত্তরবঙ্গে এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

Advertisement
Advertisement