Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Update: লক্ষীপুজো পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, ভিজবে কোন কোন জেলা?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Oct 2022,
  • Updated 7:34 AM IST
  • 1/8

দশমী থেকেই আবহাওয়ার বেশ খানিকটা পরিবর্তন দেখা গেছে। কারণ, বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্রমশ সরছে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে।
 

  • 2/8

নবমী ও দশমীতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে দেখা যায় বেশ কিছু জেলায়। বৃষ্টিতে হলেও ছিল আর্দ্রতাজনিত অস্বস্তি।
 

  • 3/8

দশমী থেকেই আবহাওয়ার বেশ কিছুটা উন্নতি হয়। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে মেঘলা আকাশ ছিল।
 

  • 4/8

আজ, একাদশীতেও আকাশ মেঘলা থাকবে। কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আজ বিকেল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা আছে। 

  • 5/8

৬ অক্টোবর অর্থাৎ একাদশীর সকাল পর্যন্ত সবকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে বলেই জানায় আবহাওয়া অফিস।
 

  • 6/8

বৃহস্পতিবার সকালে দক্ষিণবঙ্গের জেলাগুলির কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
 

  • 7/8

তবে, আপাতত তাপমাত্রা পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।
 

  • 8/8

এখনও আগামী তিনদিন অর্থাৎ লক্ষীপুজোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে  দক্ষিণবঙ্গের কিছু জেলায়|

Advertisement
Advertisement