আবহাওয়া দফতরে পূর্বাভাস মতো গতকাল রবিবার (Sunday) থেকেই পরিষ্কার হয়েছে আকাশ। আজ সোমবারও (Monday) আকাশ রোদ ঝলমলে।
সেইসঙ্গে এদিন আরও কিছুটা নামল তাপমাত্রার পারদ।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এদিন শহর কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম।
পাশাপাশি দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। সেটিও স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম।
তবে তাপমাত্রা নামলেও ফের পশ্চিমী ঝঞ্ঝার আশঙ্কার কথা শোনাচ্ছে হাওয়া অফিস।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, রবি ও মঙ্গলবার পরপরদুটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। ফলে ফের ব্যাহত হবে উত্তুরে হাওয়া।
সেক্ষেত্রের মাঘের শুরুতেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা কম বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।