Advertisement

পশ্চিমবঙ্গ

মদ বেচে 'মালামাল', ১২ দিনে ৭২০ কোটির সুরা বিক্রি রাজ্যে

Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Oct 2021,
  • Updated 10:55 AM IST
  • 1/7

করোনা পরিস্থিতির কারণে পুজোর কটাদিন মদ বিক্রি সেভাবে হবে না বলে ভেবেছিলেন অনেকেই। তবে সেই ভাবনা যে একেবারেই অমূলক, তার প্রমাণ পাওয়া গেল পরিসংখ্যানে। 

  • 2/7

আবগারি দফতর থেকে পাওয়া তথ্যের মাধ্যমে জানা যাচ্ছে, চলতি মাসের পয়লা ১২ তারিখ পর্যন্ত ৭২০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে বাংলায়। যা এক রেকর্ড। এত টাকার মদ বিক্রি রেকর্ড বলেই জানা যাচ্ছে। 

  • 3/7


সূত্রের খবর, ষষ্ঠী থেকে দশমী- এই ৫ দিনে মদ বেচে রাজ্য সরকারের আয় হয়েছে প্রায় ১০০ কোটি টাকা। যা আরও এক রেকর্ড। 

  • 4/7

সব থেকে বেশি বিক্রি হয়েছে চতুর্থীর দিন।  প্রায় ১০৯ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। আর পুজোর ৪ দিনের মধ্যে নবমীর দিন মদ বিক্রি হয়েছে সবথেকে বেশি। প্রায় ৩০ কোটি টাকারও বেশি আয় হয়েছে রাজ্য সরকারের। 

  • 5/7

পরিসংখ্যান বলছে, অন্যবারও পুজোর সময় মদ বিক্রির পরিমাণ বাড়ে। তবে এবার সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে। পুজোর কটাদিন রাজ্য সরকারের মদ বেচে আয় হয় মোটামুটি ৪০ কোটি টাকা মতো। এবার তা বেড়েছে অনেকখানিই। 

  • 6/7

এর বড় কারণ হল, অন্যবার দশমীতে মদের দোকান বন্ধ রাখার নির্দেশিকা থাকে। এবার তা হয়নি। আবার বেশি রাত পর্যন্ত মদের দোকান খুলে রাখার অনুমতি দিয়েছিল সরকার।

  • 7/7

সব থেকে বেশি মদ বিক্রি হয়েছে দুই মেদিনীপুরে। এই দুই জেলা থেকে পাঁচদিনে প্রায় ২৮ কোটি টাকা আয় করেছে রাজ্য সরকার। 

Advertisement
Advertisement