রাজ্যে আপাতত কোনও ওয়েদার সিস্টেম নেই। দু'বঙ্গেই প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, মঙ্গলবার এমনটাই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।
হাওয়া অফিস জানাচ্ছে, দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছিই থাকবে। রাতের তাপমাত্রাতেও আগামী ২৪ ঘণ্টায় কোনও পরিবর্তন নেই।
তবে পরবর্তী কয়েকদিনে অবশ্য তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিস আরও জানাচ্ছে, কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং রাতের তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
তবে পরবর্তী কয়েকদিন ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নমতে পারে।
আরও পড়ুন - SHOCKING! মিলনে লিপ্ত যুগলকে ফেভিক্যুইক, গোপনাঙ্গে কুপিয়ে খুন তান্ত্রিকের
এছাড়া পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা খুব স্বাভাবিকবাবেই ৩-৪ ডিগ্রি কম থাকবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
অন্যদিকে উত্তরবঙ্গেও আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে বলেই জানা যাচ্ছে।
আগামী ৪-৫ দিন উত্তরবঙ্গের তাপমাত্রারও কোনও পরিবর্তন হবে না বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।