Advertisement

পশ্চিমবঙ্গ

West Bengal Weather Forecast : রাতের তাপমাত্রা কমবে, দিন কয়েক জমিয়ে ঠান্ডা উপভোগ করুন

তপন কুমার নস্কর
  • কলকাতা,
  • 02 Jan 2022,
  • Updated 8:17 AM IST
  • 1/11

West Bengal Weather Forecast: রাজ্যে এখনও জাঁকিয়ে শীত পড়েনি। তবে ঠান্ডা রয়েছে। ইংরেজি নতুন বছরের শুরুতে বেশ ঠান্ডা রাজ্যে। এখন সবাই অপেক্ষায় রয়েছেন কবে জাঁকিয়ে ঠান্ডা পড়ে। 

আরও পড়ুন: একজন ছাত্র একটি করে গাছের অভিভাবক! হিঙ্গলগঞ্জে সবুজের অভিযান

  • 2/11

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা কমবে। ফলে ঠান্ডা অনুভূত হবে। 

আরও পড়ুন: শীতের সময় পা থাকে ঠান্ডা? এই ৫ রোগ বাসা বেঁধে থাকতে পারে শরীরে

  • 3/11

এর পাশাপাশি আগামী ৪ দিন আবহাওয়া থাকবে শুষ্ক প্রকৃতির। সেইসঙ্গে রাজ্য়ে হালকা থেকে মাঝারি কুয়াশাও থাকবে।

আরও পড়ুন: Kolkata Metro-য় QR Code দিয়ে কী করে টিকিট মিলবে, জেনে নিন

  • 4/11

রাতের তাপমাত্রা কমবে। আগামী দিন দুয়েক রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি কমতে পারে। তবে কলকাতা বা আশপাশের অঞ্চলে ১ ডিগ্রি কমতে পারে।

আরও পড়ুন: স্বাধীন হল বার্বাডোজ, রানি দ্বিতীয় এলিজাবেথের শাসন শেষ

  • 5/11

বাংলাদেশে একটা ঘূর্ণাবর্ত রয়েছে। পশ্চিমের জেলাগুতো ২-৪ ডিগ্রি সেলসিয়াস কমবে। 

আরও পড়ুন: সিকিম যাওয়ার কথা ভুলে যান, পর্যটকদের জন্য দরজা বন্ধ করল সরকার

  • 6/11

তবে আরও একটি পশ্চিমি ঝঞ্ঝা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর-পশ্চিম ভারতে। সেটা জানুয়ারি মাসের ৪ তারিখে। 


আরও পড়ুন: কলকাতা পুরভোটে নিরাপত্তা কেমন? কমিশনের কাছে জমা পড়ল ব্লু প্রিন্ট

  • 7/11

ফলে এই যে তাপমাত্রা কমবে, তা বেশিদিন স্থায়ী হবে না বলে মনে করা হচ্ছে। ৫ তারিখের পর রাতের তাপমাত্রা একটু বাড়তে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের।

 

  • 8/11

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, রবিবার কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ এবং ১৪ ডিগ্রি সেলসিয়াস। 

  • 9/11

সেইসঙ্গে আকাশ পরিষ্কার থাকার কথা। কাল, সোমবার কলকাতায় কুয়াশা থাকবে। পরের দিন মানে মঙ্গলবার আকাশ পরিষ্কার থাকবে।

 

  • 10/11

এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। শুক্রবার মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। 

  • 11/11

উত্তরবঙ্গের জেলাগুলোতেও একই অবস্থা। মানে সেখানে শুষ্ক প্রকৃতির আবহাওয়া থাকবে আগামী কয়েক দিন। এর পাশাপাশি আগামী দু'দিন রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলিসিয়াস কমার সম্ভাবনা রয়েছে। থাকবে কুয়াশাও।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement