West Bengal Weather Forecast: রাজ্যে এখনও জাঁকিয়ে শীত পড়েনি। তবে ঠান্ডা রয়েছে। ইংরেজি নতুন বছরের শুরুতে বেশ ঠান্ডা রাজ্যে। এখন সবাই অপেক্ষায় রয়েছেন কবে জাঁকিয়ে ঠান্ডা পড়ে।
আরও পড়ুন: একজন ছাত্র একটি করে গাছের অভিভাবক! হিঙ্গলগঞ্জে সবুজের অভিযান
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা কমবে। ফলে ঠান্ডা অনুভূত হবে।
আরও পড়ুন: শীতের সময় পা থাকে ঠান্ডা? এই ৫ রোগ বাসা বেঁধে থাকতে পারে শরীরে
এর পাশাপাশি আগামী ৪ দিন আবহাওয়া থাকবে শুষ্ক প্রকৃতির। সেইসঙ্গে রাজ্য়ে হালকা থেকে মাঝারি কুয়াশাও থাকবে।
আরও পড়ুন: Kolkata Metro-য় QR Code দিয়ে কী করে টিকিট মিলবে, জেনে নিন
রাতের তাপমাত্রা কমবে। আগামী দিন দুয়েক রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি কমতে পারে। তবে কলকাতা বা আশপাশের অঞ্চলে ১ ডিগ্রি কমতে পারে।
আরও পড়ুন: স্বাধীন হল বার্বাডোজ, রানি দ্বিতীয় এলিজাবেথের শাসন শেষ
বাংলাদেশে একটা ঘূর্ণাবর্ত রয়েছে। পশ্চিমের জেলাগুতো ২-৪ ডিগ্রি সেলসিয়াস কমবে।
আরও পড়ুন: সিকিম যাওয়ার কথা ভুলে যান, পর্যটকদের জন্য দরজা বন্ধ করল সরকার
তবে আরও একটি পশ্চিমি ঝঞ্ঝা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর-পশ্চিম ভারতে। সেটা জানুয়ারি মাসের ৪ তারিখে।
আরও পড়ুন: কলকাতা পুরভোটে নিরাপত্তা কেমন? কমিশনের কাছে জমা পড়ল ব্লু প্রিন্ট
ফলে এই যে তাপমাত্রা কমবে, তা বেশিদিন স্থায়ী হবে না বলে মনে করা হচ্ছে। ৫ তারিখের পর রাতের তাপমাত্রা একটু বাড়তে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, রবিবার কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ এবং ১৪ ডিগ্রি সেলসিয়াস।
সেইসঙ্গে আকাশ পরিষ্কার থাকার কথা। কাল, সোমবার কলকাতায় কুয়াশা থাকবে। পরের দিন মানে মঙ্গলবার আকাশ পরিষ্কার থাকবে।
এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। শুক্রবার মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।
উত্তরবঙ্গের জেলাগুলোতেও একই অবস্থা। মানে সেখানে শুষ্ক প্রকৃতির আবহাওয়া থাকবে আগামী কয়েক দিন। এর পাশাপাশি আগামী দু'দিন রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলিসিয়াস কমার সম্ভাবনা রয়েছে। থাকবে কুয়াশাও।