Advertisement

পশ্চিমবঙ্গ

West Bengal Weather Forecast: আকাশে নিম্নচাপের কালো মেঘ, রাজ্যে তুষারপাত-তুমুল বৃষ্টির পূর্বাভাস

Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Mar 2023,
  • Updated 2:52 PM IST
  • 1/8

রাজ্য জুড়েই চলছে অকালবর্ষণ। উত্তরবঙ্গের উত্তর অংশ অর্থাৎ পাহাড় লাগোয়া এলাকায় ইতিমধ্যেই শীতের আমেজ ফিরেছে। যা আরও কিছুদিন চলবে বলে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গেও কখনও শিলাবৃষ্টি, কখনও ঝড়ো হাওয়া আছড়ে পড়ছে।

  • 2/8

আবহাওয়াবিদ শুভেন্দু কর্মকার জানিয়েছেন, এই মুহূর্তে উত্তর-পূর্ব রাজস্থান থেকে দক্ষিণ আসাম পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। যার ফলে রাজ্যের বেশ কিছু বিক্ষিপ্ত এলাকায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

  • 3/8

তার ফলে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ নদিয়া উত্তর দক্ষিণ ২৪ পরগনা জেলাগুলিতে ও আগামীকাল অর্থাৎ রবিবার পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।

  • 4/8

এই মুহূর্তে দক্ষিণবঙ্গ সতর্কতা বলতে বিভিন্ন জেলাতে বজ্র-বিদ্যুৎ সহ ঝড়ো হাওয়ার সম্ভাবনা থাকছে। আগামীকাল ও একই রকম সতর্কবার্তা  জারি থাকবে পবলে জানানো হয়েছে।

  • 5/8

উত্তরবঙ্গে আগামী  দুদিন উপরের জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, এই পাঁচটি জেলায় বেশি এবং উত্তর-দক্ষিণ দিনাজপুর, মালদার কয়েক জায়গা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।

  • 6/8

তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ের উঁচু অঞ্চল সান্দাকফু ও ফালুটের দিকে। একটু নীচু এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিকিমে শুক্রবার রাত থেকে তুষারপাত শুরু হয়েছে। শনিবার বিভিন্ন এলাকায় যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে।

  • 7/8

কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা আকাশ ও সর্বোচ্চ তাপমাএ ৩৪ ও সর্বনিম্ন ২৬ ডিগ্রির কাছাকাছি থাকবে বলে জানানো হয়েছে।

  • 8/8

উত্তরবঙ্গের পাহাড়ের দুই জেলা দার্জিলিং-কালিম্পং এবং সমতলে শিলিগুড়ি-জলপাইগুড়ি-আলিপুরদুয়ারে তাপমাত্রা সর্বোচ্চ ২৮ ডিগ্রি থেকে সর্বনিম্ন ২৩ ডিগ্রি মধ্যে থাকার সম্ভাবনা। তবে ঝড়ো হাওয়া হলে তাপমাত্রার চেয়ে বেশি ঠান্ডা অনুভূত হবে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement