Advertisement

পশ্চিমবঙ্গ

West Bengal weather: রবিবারও রাজ্যে বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলায় জানুন

তপন কুমার নস্কর
  • কলকাতা,
  • 15 Aug 2021,
  • Updated 12:57 PM IST
  • 1/6

বৃষ্টির ভ্রুকুটি যেন কিছুতেই কাটছে না। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে নতুন করে নিম্নচাপ তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। ফলে ফের বৃ্ষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে। 

  • 2/6

ইতিমধ্যেই মৎস্যজীবীদের জন্য সর্তকতা জারি হয়েছে। উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে মঙ্গল ও বুধবার।
 

  • 3/6

আবহাওয়া দফতর জানিয়েছে, স্বাধীনতা দিবসের দিন অর্থাৎ আজ কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও। 

  • 4/6

এছাড়াও উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। মালদা এবং দক্ষিণ দিনাজপুরের বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টির সর্তকতা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

  • 5/6

সোমবারও উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং-এ ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। আবার
মঙ্গলবার কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। 
 

  • 6/6

 রাজ্যের অন্য জেলাগুলোতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে আগামী কয়েকদিন।

Advertisement
Advertisement