Advertisement

পশ্চিমবঙ্গ

Weekly Weather Report: একধাক্কায় ৬ ডিগ্রি চড়বে পারদ, এই সপ্তাহে ঝড়-বৃষ্টির সম্ভাবনা আছে?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Apr 2023,
  • Updated 5:34 PM IST
  • 1/8

শুক্রবারের মত  শনিবারও শহর কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছিল। এর জেরে একধাক্কায় তাপমাত্রায় কমেছিল অনেকটাই। রবিবারও শহরের সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা থাকল স্বাভাবিকের নীচে। 
 

  • 2/8

যদিও রবিবার সকালেই কলকাতায়  দেখা মিলেছে ঝকঝকে আকাশের। আগামী কয়েকদিন বাংলার আবহাওয়া  মোটের উপর শুষ্কই থাকবে বলে জানা যাচ্ছে। বাড়বে দিন ও রাতের তাপমাত্রা। 

  • 3/8

আগামী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাসও। 

  • 4/8

হাওয়া অফিস বলছে,  সোমবার  উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৪ এপ্রিল  দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
 

  • 5/8

দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সোমবার  উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে।  তবে ৪ এপ্রিল মঙ্গলবার  দক্ষিণবঙ্গের সবকটি জেলারই আবহাওয়া শুকনো থাকবে।
 

  • 6/8

আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নীচে। 

  • 7/8

সোমবার থেকে আবহাওয়া ফের শুষ্ক হবে গোটা বঙ্গে। আজ থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা বৃদ্ধি পাবে। 
 

  • 8/8

আগামী ৫ দিনে উত্তরবঙ্গের জেলাগুলির সমতল অংশে দিনের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।  দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও  দিনের তাপমাত্রা ৪-৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে।
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement