Advertisement

পশ্চিমবঙ্গ

Bengal Rain Weather Update:সপ্তাহান্তে ফের ঝড়-বৃষ্টির দুর্যোগ দক্ষিণবঙ্গে, বড় আপডেট হাওয়া অফিসের

Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Mar 2023,
  • Updated 12:22 PM IST
  • 1/8

ঘূর্ণাবর্তের জেরে গত শুক্রবার থেকে রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে।  বুধবারও ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল রাজ্যের বেশকিছু জেলায়। আপাতত বৃষ্টি কমেছে। হাওয়া অফিস বলছে, আগামী কয়েকদিন তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। 

  • 2/8


আগামী তিন দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও আগামী তিন দিন দিনের তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। 
 

  • 3/8

আজ থেকে দুই ২৪ পরগনা বাদে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। শুক্রবার দুই ২৪ পরগনাতেও বৃষ্টি হবে না। দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্কই থাকবে। 

  • 4/8

তবে  ২৫ মার্চ, শনিবার থেকে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হবে। কলকাতাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার থেকে। ২৬ মার্চ, রবিবারও কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, নদিয়ায় হালকা বৃষ্টি হবে। 

  • 5/8

উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী ৫ দিন বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে এর মধ্যে উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদায় বৃষ্টি হবে না শুক্র ও শনিবার। যদিও ২৬ মার্চ রবিবার  আবারও বৃষ্টি হবে উত্তরবঙ্গের সমতলের এই তিন জেলায়। এদিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বৃষ্টি জারি থাকবে আগামী রবিবার পর্যন্ত।  
 

  • 6/8

 হাওয়া অফিস বলছে, এই মুহূর্তে  যে অক্ষরেখাটিয়ে ছিল রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত সেটা দুর্বল হয়ে গেছে। তার জেরেই বৃষ্টির তীব্রতা কমেছে রাজ্যে। তবে নতুন করে একটা অক্ষরেখা তৈরি হয়েছে যার অবস্থান নেপাল থেকে বিহার পর্যন্ত। এর ফলেই উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টি চলবে।
 

  • 7/8

দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ঝড়-বৃষ্টি বর্তমানে অনেকটাই কমে গেছে। বৃহস্পতি, শুক্র ও শনি খুব হালকা পরিমাণে বিক্ষিপ্ত ভাবে ঝড়-বৃষ্টি হতে পারে।  রবিবার থেকে দক্ষিণবঙ্গে আবার ঝড়-বৃষ্টি বাড়বে। 

  • 8/8

কলকাতার ক্ষেত্রে আগামী ২৪ ঘণ্টায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা।  বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনও কোনও জায়গায়। এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক বলছে হাওয়া অফিস। 

 

 

 
 

 

 

Advertisement
Advertisement