রবিবার বিকেলের পর উত্তর ও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হয়েছে। সোমেও বৃষ্টি পেয়েছে কয়েকটি জেলা। হাওয়া অফিস বলছে আজকেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বুধ থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের একাধিক জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস মঙ্গলবারও কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ এদিন সোমবারের তুলনায় কম থাকবে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উপকূলবর্তী জেলা, যেমন -দুই চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর ও কিছুটা রাজ্যের পশ্চিমের জেলা বাঁকুড়া, ঝাড়গ্রাম , পশ্চিম মেদিনীপুর মঙ্গলবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকছে।
ইতিমধ্যে বাঁকুড়ার মতো কোনও কোনও জায়গায় শিলাবৃষ্টি হয়েছে। মঙ্গলবার উপকূলবর্তী জেলাগুলি ছাড়া হাওড়াতেও ঝড়বৃষ্টি হতে পারে।
এদিকে ৩১ তারিখ অর্থাৎ শুক্রবার থেকে ফের ঝড়বৃষ্টি বাড়ার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে উপরের পাঁচটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এদিন উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলার আবহাওয়া শুকনো থাকবে।
উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত কয়েকদিন হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে।
আপাতত উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার পরিবর্তনেরও তেমন কোনও সম্ভাবনা নেই। পাশাপাশি এই মুহূর্তে সতর্কবার্তা তেমন কিছু নেই বলে জানাচ্ছে হাওয়া অফিস।
কলকাতার ক্ষেত্রে আগামী ২৪ ঘণ্টায় আকাশ অংশত মেঘলা থাকবে। বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ১ ডিগ্রি বেশি।