Advertisement

পশ্চিমবঙ্গ

Kolkata Weather Update: অস্বস্তিকর গরম বাড়বে, ঝড়-জলের কী পূর্বাভাস?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Apr 2023,
  • Updated 4:08 PM IST
  • 1/9


দক্ষিণবঙ্গ জুড়েই সকাল থেকে  আকাশ পরিষ্কার। আবহাওয়া দফতরের পূর্বাভাস, জেলাগুলির তাপমাত্রা আরও বাড়বে।

  • 2/9

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। গরম আরো বাড়বে। 
 

  • 3/9

উত্তরবঙ্গেও একই পরিস্থিতি হলেও কিছু  জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 
 

 

 

  • 4/9

উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। এরমধ্যে  দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা বেশি। 
 

  • 5/9

মালদা ও দুই দিনাজপুরে মূলত পরিষ্কার আকাশ ও শুষ্ক আবহাওয়া থাকবে। বুধবার থেকে তাপমাত্রা বাড়বে।

  • 6/9

দক্ষিণবঙ্গে আগামী ৩  দিনে ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। দক্ষিণবঙ্গে আগামী চার পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা নেই। 
 

 
 

 

 

  • 7/9


দক্ষিণবঙ্গের সব জেলাতেই জলীয় বাষ্প কম থাকায় শুষ্ক গরম অনুভূত হবে। পশ্চিমের জেলাগুলিতে এই শুষ্ক গরম বেশি অনুভূত হবে।

  • 8/9


গত ৪৮ ঘন্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে ৪ ডিগ্রির বেশি। হাওয়া অফিস বলছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় মূলত পরিষ্কার আকাশ থাকবে । বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা আরো একটু বাড়বে। 
 

  • 9/9

আগামী কয়েক দিনে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস হওয়ার সম্ভাবনা  বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।

Advertisement
Advertisement